এর আগে হোয়াইট হাউসের এক আধিকারিক জানান, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গের সঙ্গে দেখা করার পর ট্রাম্প বলেছেন, নরওয়ের মতো দেশগুলির অভিবাসীদের গ্রহণ করা উচিত আমেরিকার। এশিয়ার দেশগুলি থেকেও আরও অভিবাসীদের আমেরিকায় থাকতে দেওয়া উচিত। এর ফলে আমেরিকা লাভবান হবে।
প্রিন্সিপ্যাল ডেপুটি হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি রাজ শাহ বলেছেন, ‘ওভালের দফতরে কংগ্রেসের সদস্যদের সঙ্গে দ্বি-দলীয় বৈঠকে কয়েকজন রাজনীতিবিদ বিদেশিদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়ার পক্ষে সওয়াল করেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য লড়াই করবেন।’
ট্রাম্প দীর্ঘদিন ধরেই আফ্রিকা ও আরব দেশগুলির অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে আসা ঠেকানোর কথা বলে আসছেন। তিনি মেধার ভিত্তিতে অভিবাসীদের গ্রহণ করার পক্ষে সওয়াল করেছেন। ফলে ভারতীয়রা লাভবান হতে পারেন।
ডেমোক্র্যাটিক পার্টির নেতারা অবশ্য ট্রাম্পের অভিবাসী-নীতি ও তাঁদের সম্পর্কে শব্দপ্রয়োগের সমালোচনা করেছেন। ডেমোক্র্যাটিক নেতা স্টেনি হোয়ার বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য বর্ণবিদ্বেষী ও অমর্যাদাকর। এটা আমাদের দেশের মূল্যবোধকে প্রতিফলিত করে না। সারা বিশ্বের সব জাতি-ধর্মের মানুষ এই দেশ গড়েছেন এবং আজও উন্নতিতে অবদান রাখছেন।’