বেজিং: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতির ফলে নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ জোর ধাক্কা খাবে। এমনটাই মনে করছে চিন।
সম্প্রতি, চিনের সরকার নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমসে প্রকাশিত সম্পাদকীয়তে এই আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ট্রাম্পের ‘আমেরিকায় চাকরি ফিরিয়ে আনা’ নীতির ফলে ভারতে চাকরি আউটসোর্সিং এবং রফতানি করা প্রভাবিত হবে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবে সেখানকার তথ্যপ্রযুক্তি এবং ওষুধের সংস্থাগুলি।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের সর্বাধিক শিক্ষিত, কারিগরি দক্ষ লোক ভারতে পাওয়া যায়। যার ফলেই, আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বহু মার্কিন সংস্থার কাছে ভারতই হল পছন্দের গন্তব্য। তাই, এই পরিস্থিতিতে মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’-কে চ্যালেঞ্জ জানাচ্ছে ট্রাম্পের ‘আমেরিকায় চাকরি ফেরনো’ নীতি।
সম্পাদকীয় অনুযায়ী, যদি ভিসা নিষেধাজ্ঞা জারি হয়, তাহলে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে সমস্যা দেখা দিতে পারে। কারণ, ভারতীয়রাই এইচ ১-বি ভিসার সবচেয়ে বেশি দাবিদার। আর যেসব তথ্যপ্রযুক্ত সংস্থা ভারতে আউটসোর্সিং করে, তারাই বেশি পরিমাণ ভিসা প্রদান করে। ট্রাম্পের এই সিদ্ধান্ত ভাল ভাবে নেবে না ভারতীয় নাগরিক ও সেখানকার রাজনীতিবিদেরা।
যদিও, একইসঙ্গে প্রতিবেদনে এ-ও বলা হয়েছে যে অদূর ভবিষ্যতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নতি হবে। সম্পাদকীয়তে বলা হয়েছে, ঘর সামলেও ভারতের বিশাল বাজার ধরতে সচেষ্ট হবেন ট্রাম্প। পাশাপাশি, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশীয় বন্ধুদের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতা ভারতের পক্ষে ইতিবাচক হয়ে দেখা দিতে পারে।