তুরষ্ক: ফের কেঁপে উঠল তুরস্ক (Turkey)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। আঙ্কারা প্রদেশের গলবাসি শহরে কম্পন অনুভূত হয়। গতকাল বেশ কয়েকবার কেঁপে ওঠে তুরস্ক (Turkey Earthquake)। বাসিন্দারা অনুভব করেন ৫০টি আফটারশক। এখনও পর্যন্ত ভূমিকম্পে ৪ হাজার ৩৬৫ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি। পরিস্থিতি দেখে হু-র আশঙ্কা ৩২ হাজার মানুষের প্রাণ যেতে পারে এই ভূমিকম্পে। সাহায্যের হাত বাড়িয়েছে ভারত-সহ ২০টি দেশ। এর আগে ১৯৯৯ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়।
কোথাও সব হারানোর হাহাকার, কোথাও প্রিয়জনকে খুঁজে বেড়ানোর চেষ্টা। এর মধ্যেই মঙ্গলবার সকালে ফের কেঁপে উঠল তুরস্ক। আঙ্কারা প্রদেশের গলবাসি শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এদিন কম্পনের মাত্রা ছিল ৫. ৫। গতকাল ভোরে প্রথমবার কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। পরপর ৩টি ভূমিকম্প ও ৫০টি আফটার শকে দুটি দেশে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি, বহুতল। ঘুমের মধ্যেই চাপা পড়েন বহু মানুষ।
উদ্ধারকাজ চলার পাশাপাশি, ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। ২৪ ঘণ্টা পরও খোঁজ মেলেনি তুরস্কে খেলতে যাওয়া ঘানার ফুটবলারের। গতকাল ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ ক্রিশ্চিয়ান আতসু। চেলসি এবং নিউক্যাসলে খেলেছেন ঘানার এই ফুটবলার। বর্তমানে তুরস্কের ক্লাব হাতায়স্পরে খেলেন আতসু। গত ২৪ ঘণ্টায় তুরস্ক ও সিরিয়ার ছবিটা এমনই। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত দুই প্রতিবেশী দেশ। ৪ হাজার ৩৬৫ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি । বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, মৃতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে। ৩২ হাজার মানুষের প্রাণ যেতে পারে এই ভূমিকম্পে। সাহায্যের হাত বাড়িয়েছে ভারত-সহ ২০টি দেশ। এর আগে ১৯৯৯ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়।
এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে শুরু হয়েছে বৃষ্টি ও প্রবল তুষারপাত। এর মধ্যেই চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে সেনা। ধ্বংসস্তূপের মধ্যে থেকে কাউকে ২১ ঘণ্টা, কাউকে ১৪-১৫ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেঙে পড়া ঘরবাড়ি থেকে শেষ সম্বলটুকু খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন অনেকেই। চোখের সামনে প্রিয়জনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।
আরও পড়ুন: Turkey Syria Earthquake: ভূকম্প-বিপর্যয়ের মধ্যেই জেল ভেঙে পালাল ২০ আইএস জঙ্গি