মার্সেই: ফের আততায়ী হামলা ফ্রান্সে। এবার, মার্সেই শহরের মেট্রো স্টেশনে ছুরির আঘাতে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। পাল্টা নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত আততায়ী।
এদিন স্থানীয় সময় দুপুর পৌনে ২টো নাগাদ দক্ষিণ ফ্রান্সের মার্সেইয়ের অত্যন্ত ব্যস্ত সাঁ-চার্লস মেট্রো স্টেশনের মধ্যে আচমকা ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ছুরির ঘায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
এরপরই প্রহরারত জওয়ানরা ওই আততায়ীকে গুলি করে। এমনটাই জানিয়েছেন শহরের পুলিশ প্রধান অলিভিয়ে দ’মাঝিয়ের। এই ঘটনার পর স্থানীয় মানুষকে সাঁ-শার্লস স্টেশন চত্বর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।
২০১৫ সালের থেকে একের পর এক হামলা হয়ে আসছে ফ্রান্সে। সেই বছর জানুয়ারি মাসে জেহাদি বন্দুকধারীরা হামলা চালায় শার্লি এবডোর দফতরে। ওই হামলায় ১২ জন মারা গিয়েছিলেন। সেই থেকে বিভিন্ন হামলায় এখনও পর্যন্ত ২৩৯ জনের মৃত্যু হয়েছে।
নাশকতা হামলা ঠেকাতে বিভিন্ন পর্যটকস্থল ও ধর্মীয়স্থান সহ দেশের উচ্চ-সংবেদনশীল জায়গাগুলির নিরাপত্তায় প্রায় ৭ হাজার বাহিনী মোতায়েন করেছে ফরাসি সরকার।