করাচি: পাকিস্তানের সিন্ধ প্রদেশের থরপার্কার জেলার মিঠি অঞ্চলে খুন হলেন দুই হিন্দু ব্যবসায়ীকে গুলি করে খুন করা হল। নিহত দুই ব্যক্তি সম্পর্কে ভাই। তাঁদের একটি শস্যের দোকান আছে। সেই দোকানের বাইরেই তাঁদের গুলি করে মোটরবাইকে চড়ে আসা দুষ্কৃতীরা। এই ঘটনায় পাকিস্তানের সংখ্যালঘুরা ক্ষুব্ধ। তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন।

পুলিশ সূত্রে খবর, খুন হওয়া দুই ভাইয়ের নাম দিলীপ কুমার ও চন্দর মহেশ্বরী। তাঁরা যখন দোকান খুলছিলেন, তখনই হানা দেয় দুষ্কৃতীরা। তারা দিলীপ ও চন্দরের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। তাঁরা বাধা দিতেই গুলি চালায় ছিনতাইকারীরা।

এই ঘটনার প্রতিবাদে ওই অঞ্চলের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভেও বসেন। তাঁদের অভিযোগ, মিরপুরখাস অঞ্চলে পাকিস্তান পিপল’স পার্টির একটি জনসভায় প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বক্তব্য রাখার কথা ছিল। সেই কারণে সেখানেই ছিলেন বেশিরভাগ পুলিশকর্মী। তাঁরা দেরিতে ঘটনাস্থলে আসেন।

সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল আনোয়ার সিয়াল উমেরকোটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের এই হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন।