দুবাই: এবার থেকে তামাকজাত দ্রব্য এবং সফট ও এনার্জি ড্রিঙ্কস খেলে দিতে হবে ‘অপরাধ কর’! চালু করল সংযুক্ত আবর আমিরশাহি।
রবিবার থেকে চালু হওয়া এই কর অনুযায়ী, তামাক ও এনার্জি ড্রিঙ্কের ওপর ১০০ শতাংশ এবং সফট ড্রিঙ্কের ওপর ৫০ শতাংশ কর দিতে হচ্ছে। খবরে প্রকাশ, করের বিষয়টি মাথায় রেখেই শনিবার থেকে বাড়তি স্টক রাখার প্রবণতা দেখা যায় দেশের বিভিন্ন দোকানগুলিতে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য কমে যাওয়ার ফলে, আরব আমিরশাহি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আয় কমেছে। ফলে, সেই ঘাটতি পূরণ করতে এই ধরনের কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে আমিরশাহি।
শুধু ‘অপরাধ কর’ নয়। জানা গিয়েছে, আগামী জানুয়ারি মাস থেকে কয়েকটি দ্রব্যের ওপর ৫ শতাংশ ভ্যাট সংগ্রহও করতে শুরু করবে ইউএই। মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলি তার কিছুদিন পরে একই হারে ভ্যাট সংগ্রহ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে গাল্ফ কো-অপারেশন কাউন্সিল। সেই কাউন্সিলে রয়েছে—বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং ইউএই।