দুবাই: এবার আর মাথার ঘাম পায়ে ফেলে সপ্তাহের ৬ দিন কিংবা ৫ দিন কাজ করতে হবে না। বরং কর্মীদের জন্য সুখবর দিল সংযুক্ত আরব আমিরশাহীর সরকার। বর্তমানে 'জাতীয় কর্ম সপ্তাহ' পালন করছে সে দেশ। সেই আবহে বড় ঘোষণা করা হল। আগে সে দেশে সপ্তাহে ৫ দিন কাজ করতে হত। এছাড়াও শনিবার এবং রবিবার ছুটি ছিল। কিন্তু সেই ছুটির সময়সীমা আরেকটু বাড়িয়ে দেওয়া হল এই দেশে।
মঙ্গলবার সে দেশের মিডিয়ার তরফে বলা হয়েছে, নতুন বছর থেকে কর্মীদের অনেকটা কম কাজ করতে হবে। অর্থাৎ এবার সপ্তাহে সাড়ে চার দিন কাজ করলেই হবে। শনিবার এবং রবিবার ছুটি (যেমনটা আগে ছিলই) এর সঙ্গে শুক্রবার 'হাফ ডে' করতে হবে কর্মীদের। জানুয়ারি থেকে সরকারী সংস্থাগুলির জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হবে।
কাজের-জীবনের ভারসাম্য এবং অর্থনৈতিক প্রতিযোগিতার উন্নতির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। সরকারি একটি বার্তায় জানান হয়েছে, "সংযুক্ত আরব আমিরশাহী বিশ্বের প্রথম দেশ যারা বিশ্বব্যাপী পাঁচ দিনের সপ্তাহের চেয়ে কম ওয়ার্কিং উইকের একটি জাতীয় কর্ম সপ্তাহ চালু করেছে।"
এটি ঠিক যে বিশ্বের সব দেশ হয় রবিবার সম্পূর্ণ ছুটি, শনিবার অর্ধ দিবস, কিংবা শনি-রবি সম্পূর্ণ ছুটি এই নিয়মেই চলে থাকে। তবে সংযুক্ত আরব আমিরশাহী প্রথম দেশ যারা এই দিনের থেকেও আরও অতিরিক্ত সময় ছুটি দিতে চলেছে কর্মীদের।
কর্ম-জীবনের ভারসাম্য বাড়ানো এবং সামাজিক সুস্থতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসাবে এই সিদ্ধান্ত ও ঘোষণা করেছে সে দেশের সরকার। পাশাপাশি এই সিদ্ধান্তের ফলে কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে এমনটাই বলা হয়েছে।