ক্যালিফোর্নিয়া: মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানে ফের বব্দুকবাজের হামলা। এবার ঘটনাস্থল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। বন্দুকবাজের গুলিতে মারা গেছেন উইলিয়াম এস ক্লাগ নামে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক অধ্যাপক, বন্দুকবাজ নিজেও আত্মহত্যা করেছে। ফলে বিশ্ববিদ্যালয় চত্বর এই মুহূর্তে বিপন্মুক্ত বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় বেলা দশটা নাগাদ ঘটে এই হামলা। নানা বিল্ডিংয়ে শিক্ষারত ছাত্রছাত্রীরা মোবাইলে অ্যালার্ট আসার ফলে সতর্ক হন। শুরু হয় দরজা, জানালা বন্ধ করে প্রাণে বাঁচার লড়াই। অনেক জায়গায় দরজার লক বন্ধ না হওয়ায় জেরক্স মেশিন, টেবিল দিয়ে প্রাণপণে দরজা চেপে ধরেন তাঁরা।
পুলিশ এসে গোটা এলাকা তল্লাশি চালালেও প্রথমে ওই বন্দুকবাজের সন্ধান মেলেনি। পরে জানা যায়, হামলা হয়েছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ে। সেখান থেকেই উদ্ধার হয় অধ্যাপকের দেহ। জানা যায়, বন্দুকবাজও গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। তবে এখনও তার পরিচয় জানা যায়নি।
মার্কিন বিশ্ববিদ্যালয়ে চলল গুলি, মৃত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2016 07:39 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -