লন্ডন: ছাত্রীদের পাশাপাশি ছাত্ররাও চাইলে স্কার্ট পরতে পারবে। এমনই জানিয়ে দিল ব্রিটেনের একটি বিখ্যাত বেসরকারি বোর্ডিং স্কুল। আপিংহ্যাম নামে ওই স্কুলের প্রধান শিক্ষক রিচার্ড ম্যালনি জানিয়েছেন, ‘আমরা সম্বোধনের ক্ষেত্রেও বদল এনেছি। ছেলে বা মেয়ের বদলে পিউপিলস বলি। তারা যদি অন্য লিঙ্গের মানুষের মতো আচরণ করতে চায়, তাহলে তাদের প্রতি আমাদের আমাদের সহানুভূতি থাকবে। আশা করি যে কোনও পিউপিল আমার কাছে এসে বলবে, আমরা এরকম, নিজেদের এভাবেই মেলে ধরতে চাই। আমরা এই ধরনের পোশাক পরতে চাই।’
আপিংহ্যাম স্কুলের প্রাক্তন ছাত্র ব্রিটিশ টেলিভিশন ডিরেক্টর ক্রিশ্চিয়ান জেসেন বলেছেন, তাঁদের সময়ে স্কার্ট পরার সুযোগ থাকলে তিনি স্কার্টই পরতেন। সব স্কুলেই লিঙ্গ-নিরপেক্ষ পোশাক চালু করা উচিত।ব্রিটেনের অনেক স্কুল লিঙ্গ-নিরপেক্ষ পোশাক চালু করেছে। তবে অনেক স্কুলেই এখনও ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা পোশাক রয়েছে। এই ব্যবস্থার বদল চাইছেন জেসেন।
ছাত্ররাও স্কার্ট পরতে পারবে, জানাল ব্রিটেনের এই বোর্ডিং স্কুল
Web Desk, ABP Ananda
Updated at:
09 Apr 2018 03:25 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -