লন্ডন: আগামী সপ্তাহ থেকেই ইংল্যান্ডে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। উল্লেখ্য, জানুয়ারির শুরুতে ইংল্যান্ডে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা দুই লক্ষ ছাড়িয়েছিল। এই সংখ্যা আপাতত কমে অর্ধেক হয়েছে। এরইমধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী বুধবার বলেছেন, করোনার নয়া ঢেউ মোকাবিলায় যে সমস্ত বিধিনিষেধ জারি হয়েছিল, তা আগামী সপ্তাহ থেকে শিথিল করা হবে।  
জনসন সংসদে বলেছেন, এরপর থেকে লোকজনকে আর প্রকাশ্য স্থানে মাস্ক পরতে হবে না।  এছাড়াও ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার পরামর্শও আপাতত সরকার আর দেবে না। 


এক্ষেত্রে প্ল্যান বি সংক্রান্ত পদক্ষেপ ঘোষণা করে বরিস জনসন বলেছেন, প্রকাশ্য স্থানে মাস্ক পরার নির্দেশ ধীরে ধীরে তুলে নেওয়া হবে। বুস্টার ও লোকজন কীভাবে প্ল্যান বি গ্রহণ করে, তার পরিপ্রেক্ষিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী প্ল্যান এ-তে ফেরত যাওয়ার কথা ঘোষণা করেছে। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, বিজ্ঞানীরা মনে করছেন যে, দেশে ওমিক্রনের ঢেউ শিখরে পৌঁছে গিয়েছে। 


পার্লামেন্টে প্রধানমন্ত্রী বলেছেন যে, নাইট ক্লাবগুলি ও বড় অনুষ্ঠানে প্রবেশের জন্য বাধ্যতামূলক কোভিড পাসপোর্ট সংক্রান্ত বিধি ধাপে ধাপে তুলে নেওয়া হবে। এখন থেকে আর লোকজনকে বাড়িতে থেকে কাজের পরামর্শ দেওয়া হবে না। কর্মীরা তাঁদের নিয়োগকারীদের সঙ্গে অফিসে ফিরে যাওয়ার ব্যাপারে আলোচনা করতে পারেন। ফেস মাস্কের আর প্রয়োজন হবে না। তবে বন্ধ স্থান ও ভিড়ে ঠাসা এলাকায় ফেস মাস্ক ব্যবহার চালিয়ে যাওয়ার পরামর্শ এখনও দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 


আগামী বৃহস্পতিবার থেকে সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের আর ফেস মাস্ক পরার প্রয়োজন হবে না। এ ব্যাপারে শিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করবে বলে জানিয়েছেন বরিস জনজন। কোভিড আক্রান্ত হলে সেলফ আইসোলেশনের বিধি বহাল থাকলেও এক্ষেত্রে আইনি প্রয়োজনীয়তা শিথিল করার বিষয়ের কথা বলেছেন তিনি। 


প্রধানমন্ত্রী জানিয়েছে যে, ইংল্যান্ডে কেয়ার ফেসিলিটিগুলিতে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ শিথিল সংক্রান্ত  ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী আগামী দিনগুলিতে জানাবেন।