ম্যাঞ্চেস্টার: ম্যাঞ্চেস্টারে আরিয়ানা গ্র্যান্ড কনসার্টে হামলার ঠিক আগের মুহূর্তে কী করছিল হামলাকারী, তার  ছবি প্রকাশ করল ব্রিটেন পুলিশ। সলমন আবেদি, লিবিয় এই শান্ত স্বভাবের তরুণ সম্পর্কে এখন প্রায় সকলেই জেনে গেছে। কনসার্টের রাতে আত্মঘাতী হামলা চালায় ২২ বছর বয়সি এই লিবিয় তরুণই। এই ঘটনায় ২২ জন প্রাণ হারায়, আহত বহু।

শনিবারই সেই হামলার রাতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ব্রিটেন পুলিশ। সেখানে দেখা যায় হামলার আগে ঠিক কী কী করেছিল সলমন। এমনকি বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে হামলার আগের মুহূর্তে কোথায় কোথায় গিয়েছিল সলমন, সেসমস্ত তথ্যও সংগ্রহ করেছে পুলিশ।

সিসিটিভি থেকে সংগৃহীত ছবিতে দেখা যাচ্ছে চশমা পরে সলমন আবেদি। তার অল্প গোঁফও রয়েছে। পরণে ছিল জিনস, কালো সিলভস, কালো টুপি এবং ছিল একটি কালো রঙের কোমর পর্যন্ত লম্বা কোট। সেই কোটের ওপর দিয়েই সলমনের ব্যাকপ্যাকের স্ট্র্যাপ দেখা যাচ্ছিল।



হামলার পর গত পাঁচ দিনে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ আবেদি সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। সেই তথ্যে আবেদির বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেছে পুলিশ। এছাড়া কোথায় কোথায় আবেদি যেত, কীভাবে এই হামলার চক্রান্ত করা হয়েছে, প্রায় সব তথ্যই এখন পুলিশের হাতে।

শনিবার ব্রিটেনে সন্ত্রাস হামলার আশঙ্কা তীব্র থেকে এক স্তর কমানো হয়েছে। তবে এখনও হামলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। সেইজন্যে পুলিশ এবং গোয়েন্দাদের সজাগ থাকারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সজাগ থাকতে বলেছেন দেশবাসীকেও।

গত সপ্তাহে ম্যাঞ্চেস্টারে হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস জঙ্গি সংগঠন। মূলত কনসার্টে উপস্থিত তরুণ দর্শকরাই ছিল সেদিনের সন্ত্রাস হামলার নিশানা।