নিউ ইয়র্ক: বিমান কর্মীকে কামড়ানোর চেষ্টা করেই ক্ষান্ত হননি। আচমকা লাফ মেরেছেন বিমান থেকে। এই অপরাধে আমেরিকার নর্থ ক্যারোলিনার ফেডারেল লকআপে বন্দি করা হয়েছে এক যাত্রীকে।
অভিযুক্ত যাত্রীর নাম টুন লন সেইন, বয়স ২২। আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে বৃহস্পতিবার উঠেছিলেন তিনি। বিমান যখন ছাড়ো ছাড়ো, টুন তখন নিজের আসন থেকে লাফ দিয়ে উঠে পড়েন, চেষ্টা করেন মূল দরজা খুলে ফেলতে। এক বিমান কর্মী ও দুই যাত্রী তাঁকে ঠেকাতে গেলে টুন ওই কর্মীকে কামড়ানোর চেষ্টা করেন। তারপর আর একটি দরজা খুলে প্লেন থেকে লাফিয়ে পড়েন তিনি। ভাগ্যিস, তখনও প্লেনটি ছাড়েনি!
কেন টুন এমন কাণ্ড করলেন তা পরিষ্কার নয়।
তারপর তিনি ছুটে ট্যাক্সিওয়েতে যাওয়ার চেষ্টা করেন, যেখান থেকে জেট প্লেন ওঠা নামা করে। সেখানে ঢোকার আগেই তাঁকে পাকড়াও করে ফেলেন বন্দর কর্মীরা, তারপরেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আমেরিকান এয়ারলাইন্স সংস্থায় অবশ্য আজব কাণ্ড নতুন কিছু নয়। আসন ছাড়তে রাজি না হওয়ায় এক যাত্রীকে বিমান থেকে রক্তাক্ত অবস্থায় হিঁচড়ে টেনে নামান কর্মীরা। এক যাত্রীকে আবার বিমানেই কামড়ায় বিছে।
নিউ ইয়র্কে বিমান কর্মীকে কামড়ানোর চেষ্টা করে প্লেন থেকে লাফ দিল যাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2017 09:28 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -