মস্কো :  ইউক্রেন সঙ্কট আরও ঘোরাল হল। ইউক্রেনের পূর্বপ্রান্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ঢুকতে শুরু করল রাশিয়ার সেনা। সোমবারই রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দোনেত্‍স্ক (Donetsk People's Republic) ও লুহানস্ককে (Lugansk People's Republic) স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন ( Vladimir Putin) ।

তারপরই ইউক্রেনের পূর্বপ্রান্তে সেনা পাঠানো শুরু হয়।  এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। ভারতের তরফে নিরাপত্তা পরিষদে কূটনৈতিক আলোচনার পথেই সমাধানের রাস্তা খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে।  যদিও রাশিয়ার এই পদক্ষেপকে কার্যত ইউক্রেন আক্রমণের প্রথম ধাপ হিসেবে দেখছে আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়ন।  






 


পূর্ব ইউক্রেনের রুশপন্থী দুই অঞ্চলকে সোমবার স্বাধীন ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে, একটি ভাষণ দেন পুতিন। পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল -  Donetsk People's Republic,  Lugansk People's Republic- এর স্বাধীনতাকে স্বীকৃতি দেন তিনি।  পুতিন বলেন, " আমি বিশ্বাস করি এই সিদ্ধান্ত অনেকদিন ধরেই ফেলে রাখা হয়েছিল। '' ওই দুই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে 'বন্ধুত্বপূর্ণ চুক্তি'ও স্বাক্ষরিত হয়েছে রাশিয়ার। ভ্লাদিমির পুতিন বলেন, "ইউক্রেনের শুধু একটি লক্ষ্য,  রাশিয়াকে উন্নয়ন থেকে বিরত রাখা।" রুশ প্রেসিডেন্ট আরও বলেন,'ইউক্রেন আর্থিক সংকটে বিপর্যস্ত । দুর্নীতিতে ভরা।''