অর্থসঙ্কটে রাষ্ট্রপুঞ্জ! সদস্যদের সাহায্য করার আর্জি
Web Desk, ABP Ananda | 29 Jul 2018 12:08 AM (IST)
ওয়াশিংটন: প্রবল অর্থসঙ্কটে ভুগছে রাষ্ট্রপুঞ্জ। সদস্য দেশগুলির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজ। তিনি সদস্য দেশগুলিকে লেখা চিঠিতে জানিয়েছেন, ‘এর আগে কোনওদিন আমাদের এত অর্থাভাব হয়নি। কিছুদিন পরেই আমাদের সব অর্থ শেষ হয়ে যাবে। আমরা বিপদে পড়ে গিয়েছি।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, রাষ্ট্রপুঞ্জের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ কমিয়ে দেবেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যথাসময়েই অর্থ বরাদ্দ করেছে। তা সত্ত্বেও অর্থসঙ্কটে পড়েছে রাষ্ট্রপুঞ্জ। এই পরিস্থিতিতে গুতেরেজ জানিয়েছেন, খরচ কমানো এবং আর্থিক অবস্থার উন্নতির জন্য ব্যবস্থা নেওয়া হবে।