ওয়াশিংটন: ফের মার্কিন যুক্তরাষ্ট্র ও রুশ সামরিক বাহিনীর মধ্যে চাপানউতোর!


পেন্টাগনের দাবি, সম্প্রতি বাল্টিক সমুদ্রের ওপর আন্তর্জাতিক আকাশসীমার ওপর দিয়ে যখন একটি মার্কিন বায়ুসেনার নজরদারি বিমান (আরসি-১৩৫) উড়ে যাচ্ছিল, তখন তাকে ‘অবৈধভাবে’ রুখে দেয় রুশ বোমারু ‘সুখোই-২৭’ যুদ্ধবিমান। পেন্টাগনের মুখপাত্র লরা সিলের দাবি, মার্কিন বিমানটি কখনই রুশ আকাশসীমায় প্রবেশ করেনি। তা সত্ত্বেও যেভাবে সেদেশের যুদ্ধবিমান নজরদারি বিমানকে ইন্টারসেপ্ট করে, তা নজিরবিহীন। বিষয়টিকে তারা অপেশাদার ও অসুরক্ষিত উল্লেখ করে।

এই প্রথম নয়। খবরে প্রকাশ, গত সপ্তাহেও দুদেশের মধ্যে ফের ‘ঠান্ডাযুদ্ধ’ শুরু হয়, যখন মার্কিন রণতরী ইউএসএস ডোনাল্ড কুক-এর মাত্র ৩০ ফুটের মধ্যে দিয়ে উড়ে যায় রাশিয়ার সুখোই-২৪ যুদ্ধবিমান। তখনও দুদেশের মধ্যে মন্তব্য-পাল্টা মন্তব্য শুরু হয়েছিল। মার্কিন প্রশাসন ওই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করে। যদিও, সব অভিযোগ খারিজ করে মস্কো।

সেই আগুন নিভে যাওয়ার আগে, বিমান আটকানোর ঘটনায় নতুন করে দুই প্রতাপশালী দেশের মধ্যে চাপানউতোর শুরু হল।