ওয়াশিংটন: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর জঙ্গি দমনে পাকিস্তানকে কড়া বার্তা দিল আমেরিকা। একইসঙ্গে ভারত ও পাকিস্তান-উভয় দেশকেই উত্তেজনা প্রশমনে উদ্যোগী হওয়ার আর্জি জানিয়েছে ওয়াশিংটন।
পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ উল্লেখ করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট বলেছেন, ওয়াশিংটন ঘটনা সম্পর্কে কিছু রিপোর্ট পেয়েছে। কিন্তু ইতিবাচক বিষয় হল যে, ভারতীয় সেনার অভিযানের পর দুই পক্ষের সামরিক বাহিনী যোগাযোগ রেখে চলেছে। উত্তেজনার পারদ যাতে আর না চড়ে সেজন্য আমেরিকা উভয় পক্ষকে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য উত্সাহিত করবে।
উল্লেখ্য, গতকালই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা সুসান রাইস কথা বলেছিলেন। এই প্রসঙ্গ উল্লেখ করে আর্নেস্ট যা বলেছেন, তাতে সীমান্ত পারের সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের অবস্থানকেই সমর্থন করা হয়েছে।এর পাশাপাশি পাকিস্তানকে জঙ্গিদের মদত জুগিয়ে যাওয়া সম্পর্কেও সতর্ক করেছে আমেরিকা।
আর্নেস্ট বলেছেন, রাইস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ওই অঞ্চলে সীমান্তপারের সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে উদ্বিগ্ন আমেরিকা। একইসঙ্গে আমেরিকা চায়, লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদ সহ রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত সন্ত্রাসবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে পাকিস্তান কার্যকরী ব্যবস্থা নেবে।
ভারতের সঙ্গে অংশীদারিত্ব ও সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার ক্ষেত্রে আমেরিকা দায়বদ্ধ বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি।
আর্নেস্ট বলেছেন, আমেরিকা পাকিস্তানের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। তিনি বলেছেন, বিভিন্ন বিষয়ে পাকিস্তানের সঙ্গে যে অংশীদারিত্ব রয়েছে, তা আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ।
মার্কিন বিদেশ দফতরও একই ধরনের বিবৃতি জারি করে ভারত ও পাকিস্তান-উভয় দেশকেই শান্ত ও সংযত থাকার বার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। উত্তেজনা প্রশমনে এই যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে মার্কিন বিদেশ দফতর। এর পাশাপাশি, উরির সেনা ছাউনিতে সাম্প্রতিক হামলা সহ সীমান্ত পারের সন্ত্রাসবাদের ফলে ওই অঞ্চলে যে বিপদ দেখা দিয়েছে সে সম্পর্কে আমেরিকা উদ্বিগ্ন বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জঙ্গি দমনে কড়া বার্তা ইসলামাবাদকে, ভারত-পাক উত্তেজনা প্রশমনের আর্জি আমেরিকার
ABP Ananda, web desk
Updated at:
30 Sep 2016 08:14 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -