ওয়াশিংটন: বাংলাদেশের মৌলবাদীদের রোষে পড়া মুক্তমনা ব্লগারদের বিপন্নতায় উদ্বিগ্ন আমেরিকা। ফেসবুকে কট্টর ইসলামপন্থীদের সমালোচনায় গত পরশু ঢাকার সুত্রপুর এলাকায় সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন সরকারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স স্তরের পড়ুয়া নাজিমুদ্দিন সামাদ। ২৮ বছরের আইন পড়ুয়ার ‘বর্বরোচিত হত্যা’র তীব্র নিন্দা করেছে ওয়াশিংটন।

এ ঘটনায় বাংলাদেশের প্রতি সহমর্মিতা, সমর্থন জানিয়ে মার্কিন বিদেশ দফতরের সহকারী মুখপত্র মার্ক টোনার বলেছেন, নিজামুদ্দিন সামাদের পরিবারকে আমাদের শোক, সমবেদনা জানাচ্ছি। হিংস্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের লড়াইয়ের প্রতিও আমাদের অকুণ্ঠ সমর্থন।

তবে শুধু সমর্থন, সমবেদনাই নয়, মার্কিন প্রশাসন বাংলাদেশি ধর্মনিরপেক্ষ ব্লগারদের আশ্রয় দেওয়ার কথাও ভাবছে বলে ইঙ্গিত দিয়েছেন টোনার। তিনি বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ‘যে কোনও সময় বিপদে’ পড়তে পারেন, এমন কিছু বাছাই করা ব্লগারকে আশ্রয় অর্থাত মানবতার দিক থেকে প্যারোল দেওয়া হতে পারে। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। হোমল্যান্ড দফতরের কোর্টে বল ঠেলেছেন।

প্রসঙ্গত, চার ব্লগারকে গত বছর কুপিয়ে খুন করা হয়েছে বাংলাদেশে। একজনকে তাঁর বাড়িতে ঢুকে দিনেদুপুরে হত্যা করেছে সম্ভাব্য জঙ্গিরা। ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।