ওয়াশিংটন: পাকিস্তানে সংকীর্ণ জাতিদাঙ্গা সহ সন্ত্রাসবাদী হিংসা অব্যাহত রয়েছে বলে জানিয়ে একান্ত দরকার ছাড়া সে দেশে যে কোনও সফর থেকে দূরে থাকতে মার্কিন নাগরিকদের পরামর্শ দিল ওয়াশিংটন।

মার্কিন বিদেশ দফতর গত ২৮ অগাস্ট জারি করা ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তার জায়গায় জারি করা এক নতুন হুঁশিয়ারিতে বলেছে, পাকিস্তানে উল্লেখযোগ্য সন্ত্রাসবাদী নাশকতা চলছেই। সংকীর্ণ জাতিবিদ্বেষ থেকে হামলাও ঘটছে। ওই দেশের সর্বত্র মার্কিন নাগরিকদের কাছে বিপদ হয়ে রয়েছে একাধিক বিদেশি ও পাকিস্তানের দেশীয় সন্ত্রাসবাদী গোষ্ঠী।

ইসলামাবাদের মার্কিন দূতাবাস ও করাচির কনস্যুলেট মার্কিন নাগরিকদের যাবতীয় সহায়তা, পরিষেবা দিলেও সেখানকার নিরাপত্তা সংক্রান্ত আবহাওয়ার পরিপ্রেক্ষিতে তার পরিসর সীমিত। পেশোয়ারের কনস্যুলেট কনস্যুলার পরিষেবা দেয় না। লাহোর কনস্যুলেটও সেই পরিষেবা স্থগিত রেখেছে।
সংকীর্ণ জাতিদাঙ্গা, হিংসা পাকিস্তানের সামনে এখনও বড় বিপদ হয়ে রয়েছে, পাকিস্তান সরকারও ধর্মদ্রোহিতা আইন কার্যকর করছে বলে উল্লেখ করে মার্কিন বিদেশমন্ত্রক বলেছে, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীগুলিকে টার্গেট করে নিকেশ করা হচ্ছে।