পাকিস্তানের ভোটে লস্করের লোকজন, ইসলামাবাদকে উদ্বেগ জানাল মার্কিন প্রশাসন: রিপোর্ট
Web Desk, ABP Ananda | 21 Jul 2018 06:29 PM (IST)
ইসলামাবাদ: পাকিস্তানে ২৫ জুলাইয়ের নির্বাচনে লস্কর-ই-তৈবার লোকজন অংশ নিচ্ছে বলে ইসলামাবাদের কাছে উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রশাসন। পাক সংবাদপত্র ডন-এর খবর, মার্কিন বিদেশ দপ্তর এক বিবৃতিতে বলেছে, লস্কর ও লস্করপন্থী, তাদের অনুমোদিত লোকজনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে বারবার পাক সরকারকে আমাদের উদ্বেগের কথা বলেছি আমরা। মার্কিন বিদেশ দপ্তর পাশাপাশি উল্লেখ করেছে যে, পাক নির্বাচন কমিশন আন্তর্জাতিক বিধিনিষেধের তালিকায় পড়া লস্কর-ই-তৈবার সঙ্গে তাদের যোগসূত্রের উল্লেখ করে মিল্লি মুসলিম লিগের (এমএমএল) রেজিস্ট্রেশন খারিজ করেছে। বিদেশ দপ্তর যে এপ্রিলে লস্করকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনের তকমা সংশোধন করে এমএমএল-কেও লস্করের সহযোগী হিসাবে অন্তর্ভুক্ত করেছে, তারও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিদেশ দপ্তর আগের এক বিবৃতিতে পাক রাজনীতিকদের নিশানা করে চালানো সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা সত্ত্বেও নির্বাচনী প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছিল। পাশাপাশি নির্বাচনের জন্য 'অনুকূল, নিরাপদ পরিবেশ' সুনিশ্চিত করতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত সপ্তাহেই জাপানের বিদেশমন্ত্রী তারো কোনো বলেন, এ মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ হবে, যে সন্ত্রাসবাদীরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দিতে চায়, তাদের কাছে মাথা নত করা হবে না বলে তাঁরা আশা করেছেন। ওয়াশিংটনে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র হিথার নওরেট বলেন, রাজনৈতিক প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর এমন হামলা পাকিস্তানের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত করার কাপুরুষোচিত প্রয়াস।