ম্যানিলা: আসিয়ান শিখর সম্মেলনের অবকাশে মার্কিন প্রেসিডিন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মোদী ট্রাম্পকে বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের গন্ডির বাইরে গিয়ে এশিয়ার ভবিষ্যতের জন্য দুই দেশ একযোগে কাজ করতে পারে।
মোদী ট্রাম্পকে আমেরিকা এবং বিশ্বের প্রত্যাশা পূরণের জন্য ভারত চেষ্টা চালিয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন। এই সফরে ভারত সম্পর্কে উচ্চ ধারণার কথা জানানোর জন্য মোদী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
নতুন আন্তর্জাতিক জোটের ইঙ্গিত দিয়ে রবিবারই ম্যানিলায় জাপান-অস্ট্রেলিয়া-আমেরিকার বিদেশ মন্ত্রকের কর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে বসেছিলেন ভারতীয় প্রতিনিধিরা। এর পরের দিনই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এদিনের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
মোদী বলেছেন, ভারত-মার্কিন সম্পর্ক ক্রমশ প্রশস্ত এবং গভীরতর হচ্ছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গণ্ডি অতিক্রম করে এশিয়ার ভবিষ্যৎ এবং গোটা মানবজাতির কল্যাণের জন্যই এখন দুই দেশ একযোগে কাজ করতে পারে।’
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিন তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমেরিকা এই অঞ্চলে ভারতের সঙ্গে বৃহত্তর সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে।
মোদী বলেছেন, ‘সাম্প্রতিক কালে ভারত সম্পর্কে কথা বলার সুযোগ প্রেসিডেন্ট ট্রাম্প যেখানেই পেয়েছেন, সেখানেই তিনি ভারতের সম্পর্কে উচ্চ ধারণা প্রকাশ করেছেন। ভারত সম্পর্কে আশাবাদ প্রকাশ করেছেন। আমিও অঙ্গীকার করছি, ভারতের কাছ থেকে আমেরিকার এবং গোটা বিশ্বের যা প্রত্যাশা, তা পূরণ করতে ভারত সব রকম চেষ্টা চালাবে।’
ট্রাম্পও মোদীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে রয়েছেন। এর আগে হোয়াইট হাউসে আমাদের দেখা হয়েছিল। তিনি আমাদের বন্ধু হয়ে উঠেছেন। তিনি খুব ভাল কাজ করছেন। আমরা একসঙ্গেই কাজ করব।’
মোদী ও ট্রাম্পের মধ্যে এই অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতির পাশাপাশি দ্বিপাক্ষিক ব্যবসার বৃদ্ধি সহ পারস্পরিক স্বার্থসমন্বিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিশ্ব ও আমেরিকার প্রত্যাশা পূরণে ভারত চেষ্টা করবে, ট্রাম্পকে বললেন মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Nov 2017 10:01 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -