US Joe Biden Inauguration Ceremony Live: শপথ নিয়ে 'অস্বাভাবিক চ্যালেঞ্জ' মোকাবিলায় ঐক্য়ের ডাক বাইডেনের, এবার আসল কাজ শুরু, ট্য়ুইট

হোয়াইট হাউস ছাড়লেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতির বাসভবন ছাড়ার পর ওয়াশিংটন বিমানবন্দরে ট্রাম্পকে দেওয়া হল গার্ড অফ অনার। বিদায়ী ভাষণে ট্রাম্প তাঁর পরিবার ও বন্ধু-শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে বলেছেন, কোনও না কোনওভাবে তিনি আবার ফিরে আসবেন। ট্রাম্প বলেছেন, আমি সর্বদাই আপনাদের লড়াই করব।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Jan 2021 12:16 AM
আপনাদের প্রেসিডেন্ট হওয়া আমার কাছে সম্মান, বললেন কমলা।
এবার আসল কাজের শুরু, বন্ধুরা। ফলো করুন@POTUS –এ। আমরা পুরানোকে আরও ভাল করে গড়ছি। শপথ নিয়ে ট্যুইট বাইডেনের।

মার্কিন সংবিধান রক্ষা করার শপথ নিলেন বাইডেন। বললেন, সংবিধান, আমাদের গণতন্ত্র রক্ষা করব। আমেরিকাকে সুরক্ষা দেব। আপনাদের সেবায় যা যা করছি, তা চলবে। ক্ষমতার কথা নয়, ভাবব সম্ভাবনার কথা। ব্যক্তিগত স্বার্থ, জনস্বার্থের কথাই মনে থাকবে। তিনি এও বলেন, মতপার্থক্য যেন মতবিরোধে না গড়ায়। আপনাদের কথা দিচ্ছি, শপথ নিচ্ছি যে, আমি আমেরিকার সকলের প্রেসিডেন্ট হব। প্রতিশ্রুতি দিচ্ছি, যারা আমায় ভোট দিয়েছেন, তাদের জন্যও যেমন লড়ব, সমানভাবে লড়ব তাদের জন্যও যারা আমায় ভোট দেননি। বাইডেনের কথায়, আজকের দিনটি আমেরিকার। গণতন্ত্রের দিন। ইতিহাস ও আশার দিন। আমেরিকাকে নতুন করে পরীক্ষা দিতে হয়েছে, আমেরিকা চ্যালেঞ্জ মোকাবিলায় মাথা তুলে দাঁড়িয়েছে।
ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে কমলা হ্য়ারিসের ট্যুইট, দেশের সেবা করতে তৈরি।


আমেরিকাকে একজোট করার প্রয়োজনীয়তার কথাও বলেন বাইডেন। বলেন, আমার আত্মা এতে মধ্য়ে আছে। নতুন শপথ নেওয়া প্রেসিডেন্ট আমেরিকার নাগরিকদের দেশের সামনে আসা অস্বাভাবিক চ্যালেঞ্জকে পেরতে একসঙ্গে হাত মেলানোর ডাক দেন। তিনি আরও বলেন, এই চ্যালেঞ্জগুলিকে অতিক্রম করতে, আমেরিকার আত্মাকে পুনরুজ্জীবিত করতে, আমেরিকার আগামীকালকে সুরক্ষিত রাখতে মুখের কথার চেয়ে বেশি আরও কিছু দরকার। গণতন্ত্রে যার সবচেয়ে বেশি অভাব, সেই একতার প্রয়োজন। শক্রদের বিরুদ্ধে লড়তে জোট বাঁধছি। ক্রোধ, অসন্তোষ, রাগ, ঘৃণা, উগ্রবাদ, আইনশৃঙ্খলাহীনতা, বেকারি, হিংসা, রোগ, অসুখ-বিসুখ, আশাহীনতা-এসবই আমাদের শত্রু। ঐক্য বজায় রাখতে পারলে আমরা বিরাট কিছু, জরুরি কাজগুলি করতে পারব।
শপথ নেওয়ার পর বাইডেন তাঁর ভাষণে বলেন, আজকের সূচনার দিনটি গণতন্ত্র উদযাপনের। মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আমরা আজ এখানে শুধুমাত্র একজন প্রার্থীর বিজয়ের উত্সব করছি না, করছি একটি স্বার্থের উদযাপন। সেটি গণতন্ত্রের স্বার্থ। মানুষ ও মানুষের ইচ্ছার কথা শোনা হয়েছে। আমরা আবারও শিখলাম, গণতন্ত্র অমূল্য, মহামূল্যবান। এই সময়ে গণতন্ত্র ভঙ্গুর অবস্থায় রয়েছে বটে, তবে বন্ধুরা তা বহাল রয়েছে।
বাইডেনকে শুভেচ্ছা প্রাক্তনীর। বারাক ওবামা তাঁর প্রাক্তন ডেপুটিকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন, বন্ধুকে অভিনন্দন। প্রেসিডেন্ট জো বাইডেন। এবার আপনার সময়। একসঙ্গে ওভাল অফিস থেকে অতীতে দুজনের বেরিয়ে আসার একটি ছবি ট্যুইটে জুড়ে দিয়েছেন ওবামা। বিল ক্লিনটন, জর্জ ডব্লু বুশের মতো প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টরাও অনুষ্ঠানে হাজির।

জো বাইডেনকে শুভেচ্ছা নরেন্দ্র মোদির। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন বাইডেন। প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করে তাঁর উদ্দেশে বলেছেন, আমার তরফ থেকে উষ্ণতম অভিনন্দন রইল জো বাইডেনকে, তাঁর আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়া উপলক্ষ্যে। ভারত-মার্কিন কৌশলগত বোঝাপড়া জোরদার করতে তাঁর সঙ্গে একযোগে কাজ করতে মুখিয়ে আছি। তিনি আমেরিকাকে নেতৃত্ব দেওয়ায় সফল মেয়াদ পূর্ণ করবেন, এই শুভেচ্ছা রইল। আমরা আমাদের সামনে একক চ্যালেঞ্জগুলি মোকাবিলায়, বিশ্বশান্তি ও নিরাপত্তা জোরদার করায় আমরা একজোট, দৃঢ়। ভারত-মার্কিন বোঝাপড়া দুদেশের মধ্যে শেয়ার করা মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আছে। আমাদের মধ্যে বহুমাত্রিক দ্বিপাক্ষিক এজেন্ডা, ক্রমবর্ধমান আর্থিক সম্পর্ক ও সজীব জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক রয়েছে। ভারত-মার্কিন বোঝাপড়াকে নতুনতর উচ্চতায় তুলে নিয়ে যেতে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একসঙ্গে চলতে দায়বদ্ধ।
আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট পদে শপথ নিলেন জো বাইডেন। অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ বিশিষ্টরা।

ভাইস প্রেসিডেন্ট পদে শপথ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের। এই পদে তিনিই প্রথম মহিলা।
পৌঁছেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন।
আগেই শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
শপথ গ্রহণের আগে বাইডেনের ট্যুইট, আমেরিকার পক্ষে নতুন একটা দিন।
একটু পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জো বাইডেন। তার আগে আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিসের। হোয়াইট হাউস সূত্রে খবর, শপথ গ্রহণের পরই ১৭টি অধ্যাদেশে সই করবেন বাইডেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকছেন না ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে নিয়ে ফ্লোরিডায় চলে গিয়েছেন তিনি। ক্ষমতা বদলের আগেই ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই হামলা হয় বলে অভিযোগ। সব দিক খতিয়ে দেখেই আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পঞ্চাশটি প্রদেশ থেকে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ক্যাপিটল হিল ও হোয়াইট হাউসর চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল।

প্রেক্ষাপট

ওয়াশিংটন: হোয়াইট হাউস ছাড়লেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতির বাসভবন ছাড়ার পর ওয়াশিংটন বিমানবন্দরে ট্রাম্পকে দেওয়া হল গার্ড অফ অনার। বিদায়ী ভাষণে ট্রাম্প তাঁর পরিবার ও বন্ধু-শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে বলেছেন, কোনও না কোনওভাবে তিনি আবার ফিরে আসবেন। ট্রাম্প বলেছেন, আমি সর্বদাই আপনাদের লড়াই করব।

কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প নিজেই একটি নতুন দল তৈরি করতে পারেন।

ট্রাম্প বলেছেন, আমাদের কার্যকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সবাই প্রচুর পরিশ্রম করেছেন। আমার কাছে এই কার্যকালের মেয়াদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রাক্তন মার্কিন সৈনিকদের সম্মান দিয়েছি। আমেরিকার সেনাকে ফের শক্তিশালী করে তুলেছি। আমেরিকার ইতিহাসে করের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড় দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেছেন, যে পরিশ্রম আমরা করেছি, তা আর কেউ করতে পারে না। কোনও না কোনও ভাবে ফের ফিরে আসব। আমি সর্বদা আপনাদের জন্য লড়াই চালিয়ে যাব।

সেইসঙ্গে ট্রাম্প বলেছেন, আমি সজাগ থাকব। দেখতে থাকব, শুনতে থাকব। এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্য কাজ করেছি।

নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের নাম না করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, নয়া প্রশাসনকে শুভকামনা জানাচ্ছি। আমার মনে হয়, নতুন প্রশাসনের ভালো কিছু কাজ করার ভিত্তিভূমি রয়েছে।

ট্রাম্প বলেছেন, আমরা বিশ্বের সবচেয়ে বড় দেশ ও অর্থ ব্যবস্থা। মহামারীতে বেশ ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। আমরা এমন কিছু করেছি যা মেডিক্যাল ক্ষেত্রে অসাধারণ বলে মনে করা হয়। আমরা ৯ মাসের মধ্যে ভ্যাকসিন তৈরি করে ফেলেছি।

আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬-তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জোশেফ আর বাইডেন। প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ভারতীয় সময় রাত ১০টায় কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠান। বাইডেন শপথ নেবেন রাত সাড়ে ১০টায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.