ওয়াশিংটন: পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের সমর্থনে সরব মার্কিন কংগ্রেসের প্রথমসারির সদস্যরা। উল্লেখ্য, উরির সেনা ছাউনিতে হামলার পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সাতটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। অভিযানে মারা পড়ে অন্তত ৪০ জঙ্গি। এই অভিযান নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছেন ওই মার্কিন কংগ্রেস সদস্যরা।
মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাট দলের হুইপ স্টেনি হোয়ের গতকাল ট্যুইটারের মাধ্যমে বলেছেন, ভারতের বিরুদ্ধে উরিতে হামলার ঘটনা খুবই ভয়াবহ। হামলায় নিহতদের পরিবারবর্গের জন্য সমবেদনা জানাই। ভারতের এর পরবর্তী সন্ত্রাসবাদ দমন অভিযানের দিকে লক্ষ্য রাখছি।
অপর এক কংগ্রেস সদস্য পিট ওলসন ট্যুইটারে বলেছেন, ভারতের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রয়েছে। উরিতে সন্ত্রাসবাদী হামলার মুখে পড়তে হয়েছে ভারতকে। এখন ভারত ওই সন্ত্রাসবাদ মোকাবিলার কাজ করছে। উল্লেখ্য, ওলসন হাউস এনার্জি ও পাওয়ার কমিটির ভাইস চেয়ার।
অ্যারিজোনার সেনেটর জেফ ফ্লেকও উরি হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন।
এদিকে, পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে হোয়াইট হাউসের কাছে যে পিটিশন পাঠানো হয়েছে তাতে এখনও পর্যন্ত ৩,৯০,০০০ স্বাক্ষর সংগ্রহ হয়েছে। পিটিশনের উদ্যোক্তারা জানিয়েছেন, ১০ লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ তাঁদের লক্ষ্য।
ভারতের জঙ্গি দমন অভিযানের সমর্থনে মার্কিন কংগ্রেস সদস্যরা
ABP Ananda, web desk
Updated at:
01 Oct 2016 10:10 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -