ওয়াশিংটন: আমেরিকার চাকরি চুরি হয়ে যাচ্ছে। আর বিশ্বের ইতিহাসে এত বড় ধরনের চাকরি চুরি এর আগে হয়নি। এমনই মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিভিন্ন কোম্পানিগুলি আমেরিকা থেকে চাকরি ভারত, চিন, মেক্সিকো ও সিঙ্গাপুরের মতো দেশগুলিতে সরিয়ে নিয়ে যাচ্ছে।  ফ্লোরিডার টাম্পায় গতকাল সমর্থকদের সভায় বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেছেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টনদের আর একটা বড় ভুল। চিন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেওয়ার পর আমেরিকা হারিয়েছে প্রায় ৭০ হাজার কারখানা। এভাবে প্রচুর পরিমাণ কর্মসংস্থান আমেরিকার হাতছাড়া হয়েছে। বিশ্বে এভাবে আমেরিকার মতো কোনও দেশকে এত কর্মসংস্থান খোয়াতে হয়নি। উদাহরণ হিসেবে রিপাবলিকান পদপ্রার্থী বলেছেন, গুডরিং লাইটিং সিস্টেম ২৫০ কর্মীকে ছাঁটাই করে তাদের কাজ ভারতে নিয়ে গিয়েছে। তেমনি ব্যাক্সটার হেল্থ কেয়ার কর্পোরেশন ১৯৯ চাকরি ছাঁটাই করে সিঙ্গাপুরে কাজ সরিয়ে নিয়ে গিয়েছে। এসিলর ল্যাবরেটরিজ ১৮১ কর্মীর কাজ মেক্সিকোতে নিয়ে গিয়েছে। পরিস্থিতি দিনের পর দিন আরও খারাপ হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। নিউইয়র্কের ধনকুবের প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেছেন, বোকা অথবা দুর্নীতিগ্রস্ত রাজনীতিকরা এই কাজ করছেন। ক্ষমতায় এসে তাঁর কাজ হবে, চুরি যাওয়া চাকরি দেশে ফিরিয়ে আনা।  এ জন্য যে সব কোম্পানিগুলি চাকরি অন্য দেশে সরিয়ে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।