ওয়াশিংটন: লাইসেন্স ছাড়াই পরমাণু বিষয়ক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগে পাকিস্তানের দু’টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা বিদেশনীতি সংক্রান্ত স্বার্থের বিরুদ্ধে কাজ করলে কোনও সংস্থাকে এক্সপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশনসের (ইএআর) নিষিদ্ধ তালিকায় রাখা হয়। পাকিস্তানের এই দুই সংস্থা আইনবিরুদ্ধ কাজ করায় তাদের ইএআর-এর তালিকায় রাখা হয়েছে।
কয়েকদিন পরেই মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিওর পাকিস্তান সফরে যাওয়ার কথা। তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। নিষেধাজ্ঞার কবলে পড়া দু’টি সংস্থার বিরুদ্ধে শুধু লাইসেন্স না থাকাই নয়, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও ছিল বলে জানানো হয়েছে।
লাইসেন্স ছাড়াই পরমাণু প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র সরবরাহ, দু’টি পাক সংস্থার উপর নিষেধাজ্ঞা আমেরিকার
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2018 07:31 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -