বেড়াতে যাচ্ছেন? সামনের বছর থেকে লাগবে ভ্যাকসিন পাসপোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Dec 2020 03:09 PM (IST)
এটি এক ধরনের ডিজিটাল হেলথ পাস। এ জন্য বেশ কয়েকটি সংস্থা স্মার্টফোন অ্যাপ আর সফটওয়্যার ডিজাইনিংয়ের কাজ শুরু করেছে।
NEXT
PREV
নয়াদিল্লি: মাস্ক, স্যানিটাইজার আর সোশ্যাল ডিসট্যান্সিং তো আছেই। তার সঙ্গে কেন্দ্রীয় সরকার যোগ করেছে আরোগ্য সেতু অ্যাপ। এবার চলে এল ভ্যাকসিন পাসপোর্ট। সংবাদমাধ্যমে প্রকাশ, আগামী বছর থেকে বেড়াতে যাওয়ার সময় ভ্যাকসিন পাসপোর্টও লাগবে।
বিশ্বের সিংহভাগ দেশে থাবা বসিয়েছে করোনা। সকলের আশা, আগামী বছর শুরু হতে হতে পরিস্থিতি একটু স্বাভাবিক হবে। যদিও সাধ আর বাস্তবের মধ্যে ঢের ঢের ফারাক। গোটা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২ কোটি ছুঁতে চলেছে। প্রায় ৮ কোটি মানুষ এতে সংক্রমিত হয়েছেন। এই পরিস্থিতিতে এক সংবাদমাধ্যম রিপোর্ট জানাচ্ছে, খুব শিগগিরই মাস্ক আর সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পাশাপাশি বেড়াতে যেতে ভ্যাকসিন পাসপোর্টও লাগবে।
কী এই ভ্যাকসিন পাসপোর্ট? জানা যাচ্ছে, এটি একটি মোবাইল অ্যাপ, যাতে আমাদের করোনা পরীক্ষার খোঁজখবর থাকবে। সফরের জন্য অবশ্যম্ভাবী করা হবে এই অ্যাপ। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ, সিনেমা হল, অফিস কাছারি ইত্যাদিতেও এই অ্যাপ অত্যাবশ্যক করা হবে। সফরের সময় যেমন পাসপোর্ট লাগে, তেমনই লাগবে এই ভ্যাকসিন পাসপোর্ট।
এটি এক ধরনের ডিজিটাল হেলথ পাস। এ জন্য বেশ কয়েকটি সংস্থা স্মার্টফোন অ্যাপ আর সফটওয়্যার ডিজাইনিংয়ের কাজ শুরু করেছে। কম ট্রাস্ট নেটওয়ার্ক এবং আইবিএমের মত সংস্থা এ ব্যাপারে আগেই কাজকর্ম সেরে ফেলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বেশ কয়েকটি দেশকে অফিস ও ভিন দেশে যাত্রার সময় এই ভ্যাকসিন পাসপোর্ট কাজে লাগানোর পরামর্শ দিয়েছে।
নয়াদিল্লি: মাস্ক, স্যানিটাইজার আর সোশ্যাল ডিসট্যান্সিং তো আছেই। তার সঙ্গে কেন্দ্রীয় সরকার যোগ করেছে আরোগ্য সেতু অ্যাপ। এবার চলে এল ভ্যাকসিন পাসপোর্ট। সংবাদমাধ্যমে প্রকাশ, আগামী বছর থেকে বেড়াতে যাওয়ার সময় ভ্যাকসিন পাসপোর্টও লাগবে।
বিশ্বের সিংহভাগ দেশে থাবা বসিয়েছে করোনা। সকলের আশা, আগামী বছর শুরু হতে হতে পরিস্থিতি একটু স্বাভাবিক হবে। যদিও সাধ আর বাস্তবের মধ্যে ঢের ঢের ফারাক। গোটা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২ কোটি ছুঁতে চলেছে। প্রায় ৮ কোটি মানুষ এতে সংক্রমিত হয়েছেন। এই পরিস্থিতিতে এক সংবাদমাধ্যম রিপোর্ট জানাচ্ছে, খুব শিগগিরই মাস্ক আর সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পাশাপাশি বেড়াতে যেতে ভ্যাকসিন পাসপোর্টও লাগবে।
কী এই ভ্যাকসিন পাসপোর্ট? জানা যাচ্ছে, এটি একটি মোবাইল অ্যাপ, যাতে আমাদের করোনা পরীক্ষার খোঁজখবর থাকবে। সফরের জন্য অবশ্যম্ভাবী করা হবে এই অ্যাপ। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ, সিনেমা হল, অফিস কাছারি ইত্যাদিতেও এই অ্যাপ অত্যাবশ্যক করা হবে। সফরের সময় যেমন পাসপোর্ট লাগে, তেমনই লাগবে এই ভ্যাকসিন পাসপোর্ট।
এটি এক ধরনের ডিজিটাল হেলথ পাস। এ জন্য বেশ কয়েকটি সংস্থা স্মার্টফোন অ্যাপ আর সফটওয়্যার ডিজাইনিংয়ের কাজ শুরু করেছে। কম ট্রাস্ট নেটওয়ার্ক এবং আইবিএমের মত সংস্থা এ ব্যাপারে আগেই কাজকর্ম সেরে ফেলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বেশ কয়েকটি দেশকে অফিস ও ভিন দেশে যাত্রার সময় এই ভ্যাকসিন পাসপোর্ট কাজে লাগানোর পরামর্শ দিয়েছে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -