প্রসঙ্গত, প্রাক্তন বিগ বস প্রতিযোগী বিনা মালিক বর্তমানে পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে সঞ্চালিকার পদে রয়েছেন। অতীতে তিনি যখন ছোট পর্দায় ছিলেন, (ভারতে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখাও গিয়েছে) তখনও নানা ভাবে বিতর্ক তাঁকে কেন্দ্র করে তৈরি হয়েছে। বিয়ের পর সাময়িক ভাবে জনজীবন থেকে নিজেকে সরিয়ে নিলেও, ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিনা। এবার তাঁর নিশানায় মোদীর সদ্য সমাপ্ত ইজরায়েল সফর।
পাক নিউজ নামের একটি টিভি চ্যানেলে কাজ করছেন বিনা। ওই চ্যানেল তাঁদের টুইটার পেজে বিনা সঞ্চালিত একটি নিউজ বুলেটিন পোস্ট করেছেন। সেখানে প্রাক্তন এই বিগ বস প্রতিযোগীকে বলতে শোনা যাচ্ছে দুদেশের রাষ্ট্রপ্রধান বৈঠক করছেন, বিশ্বের কোনও এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে। শুনুন বিনার সেই নিউজ বুলেটিন
প্রসঙ্গত, কূটনৈতিক সূত্রে আগে থেকেই খবর ছিল, পাকিস্তান সরকারিভাবে ভারতের এই সফর প্রসঙ্গে মন্তব্য না করলেও, কড়া নজর রাখছে। বিনার খবর পড়তে গিয়ে এধরনের মন্তব্য, সেই দাবিকেই আরও জোরদার করল। ভারত-ইজরায়েল সম্পর্কের ওপর বিশাল ভাবে নির্ভর করছে পাকিস্তানের কূটনৈতিক স্থিতি।