Trending News: কুকুরকে সবচেয়ে বিশ্বস্ত প্রাণী হিসেবে মনে করা হয়। কুকুর তার মালিকের প্রতি সবসময়ই বিশ্বস্ত থাকে। সারা বিশ্বেই কুকুর পোষার দারুণ চল রয়েছে। কেউ কেউ একাকীত্ব দূর করতে, আবার কেউ মজা করার জন্য কুকুর পুষে থাকেন। তবে কখনও কখনও এমনও হয়েছে যে, কুকুর পুষে আফসোস করতে হয়েছে কাউকে কাউকে। চিনের এক ব্যক্তির সঙ্গে এমনটাই হয়েছে। কিন্তু এই আফসোসের কারণ কুকুরের কোনও খারাপ আচরণ নয়, বরং অন্য কিছু। আর এই কারণ জানলে অবাক হয়ে যেতে হয়। কিছুক্ষণের জন্য হয়ত বিশ্বাসও হবে না। কিন্তু এটাই বাস্তব। জেনে নেওয়া যাক,বিস্তারিত ঘটনা। 


সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চিনের সাংঘাইয়ের এক বাসিন্দা কিছুদিন আগে বাড়িতে নিয়ে এসেছিলেন একটি কুকুর ছানা (Puppy) ।  বাড়িতে লোকজন নেই। তাই একাকীত্ব কাটাতে কুকুর ছানাটিকে বাড়িতে নিয়ে এসেছিলেন তিনি। বাড়িতে এমন কাউকে তিনি চাইছিলেন, যার সঙ্গে খেলে সময় কাটাতে পারেন তিনি। সেইসঙ্গে বাড়ির নিরাপত্তাও যাতে সুনিশ্চিত হয়, এমনটাও ভেবেছিলেন তিনি।  দিন গড়াচ্ছিল.। বেড়ে উঠছিল কুকুর ছানা। কিন্তু যত বড় হতে থাকে, ততই ওই কুকুর ছানাকে দেখে অদ্ভূত মনে হতে থাকে তাঁর।  বাড়িতে যে শাবকটি এনেছিলেন তিনি, তার হাঁটাচলা কুকুরের মতো নয়, আবার ডাকও কুকুরের মতো নয়। এরপর তার কেশরাশির দিকে নজর দেন তিনি। দেখেন যে, সেগুলিও কুকুরের মতো নয়। এ সব দেখে তাঁর মনে নানান প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। 


ওই শাবকটি আসলে কোন ধরনের পশু, তা জানতে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। আর এই ছবি পোস্ট করার পর আসল তথ্য জানতে পারলেন তিনি। তাঁকে জানানো হয়, কুকুর ভেবে যেটিতে পুষেছেন তিনি, তা আদতে কুকুর নয়। তা আসলে একটি ইঁদুর। তিনি জানতে পারেন যে, এটিকে বাম্বু র‍্যাট (Bamboo Rat) বলা হয়। আর তা শুধু চিনেই পাওয়া যায়। ওই ব্যক্তি জানিয়েছেন, একটি পাহাড়ি এলাকায় মিলেছিল ওই প্রাণীটিকে। কুকুর ভেবে বাড়িতে নিয়ে এসেছিলেন।