মেরিল্যান্ড: কথায় আছে ভাগ্যের চাকা অবিরাম ঘুরছে। কারুর ভাগ্য বদলাতে দেরি হয় না। জীবনে পরের মুহুর্তে কী হবে, তা কারুর জানা নেই। লহমায় বদলে যেতে পারে  ভাগ্য। আমেরিকার এক মহিলার সঙ্গে এমনটাই হয়েছে। তিনি লটারি ভেন্ডিং মেশিনের কাছে দাঁড়িয়ে থাকার সময় ভুল করে একটি বোতামে চাপ দিয়ে ফেলেন। আর এই ভুলেই খুলে গেল কপাল। তিনি জিতলেন ৫০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৭ লক্ষ টাকা(Lottery Prize won by Woman) ।


এই চমকপ্রদ ঘটনাটি ঘটেছে আমেরিকার মেরিল্যান্ডে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ওই মহিলা একটি লটারি ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময়ই ভুলক্রমে তাঁর হাত ভেন্ডিং মেশিনের একটি বোতামের ওপর চলে যায়। আর তাতে চাপ পড়ে। ফলে বেরিয়ে আসে একটি লটারির টিকিট। সেই টিকিটেই ৫০ হাজার ডলারের লটারি জিতলেন তিনি। মেরিল্যান্ডের লটারি আধিকারিকদের ওই মহিলা জানিয়েছেন, হেগার্সটাউনের হাফওয়ে লিকার্সের কাছে দাঁড়িয়েছিলেন। সেখানে একটি লটারি ভেন্ডিং মেশিন ছিল। সেই সময় ভুল করে তিনি লটারি ভেন্ডিং মেশিনের একটি বোতামে চাপ দিয়ে ফেলেন। এরফলে পাঁচ ডলারের ডিলাক্স ক্রেডিট টিকিট বেরিয়ে আসে।


এভাবে টিকিট বেরিয়ে আসায় বেশ অসন্তুষ্টই হয়েছিলেন ওই মহিলা। কারণ, তাঁর লটারির টিকিট কেনা কোনওকালেই পছন্দের ছিল না। এরপর কোনও কিছু না ভেবে তিনি বাড়িতে ওই টিকিট নিয়ে আসেন। পরে মোবাইলে টিকিট মেলাতে গিয়ে তিনি দেখেন যে, ৫০ হাজার ডলারের লটারি জিতেছেন তিনি। তা দেখে বিশ্বাসই করতে পারছিলেন না ওই মহিলা।


যে টিকিট তিনি কোনও কিছু প্রাপ্তির আশা না করেই বাড়িতে নিয়ে এসেছিলেন, সেই টিকিটের কারণেই ওই মহিলা বহু লক্ষ টাকার মালিক হয়ে গেলেন। মোবাইল অ্যাপে দেওয়া পুরস্কারের কথা বিশ্বাস করতে পারছিলেন না তিনি। এ জন্য নিশ্চিত হতে লটারি টিকিট অফিসে যান তিনি। ওই অফিস তাঁকে জানায়, এটা কোনও ভুল টিকিট নয়, একেবারে সঠিক টিকিট। এই টিকিটে লটারি জিতেছেন তিনি।