ভারতের কোল্ড স্টার্ট মতবাদের কথা উল্লেখ করেন তিনি। আব্বাসি বলেন, পাকিস্তানের হাতেও এর প্রতিরোধের পাল্টা আছে। তবে আমার মনে হয়, যেখানে দুপক্ষের কাছেই পরমাণু অস্ত্র আছে, সেখানে প্রতিরোধক কোনও সমাধানসূত্র হতে পারে। লাগাতার আলোচনাই একমাত্র সমাধান। তবে ভারত, পাকিস্তান দু দেশেই আগামী দু বছরে পরপর ভোট বলে তাদের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি।
পাশাপাশি স্বাধীন কাশ্মীরের ধারণা বাস্তবে সম্ভবপর নয় বলেও জানিয়েছেন আব্বাসি ।