লন্ডন: ভারতের সঙ্গে যুদ্ধ কোনও রাস্তা নয়, কাশ্মীর সমেত নিষ্পত্তি না হওয়া যাবতীয় সমস্যা মিটে যেতে পারে একমাত্র আলোচনার মাধ্যমেই। লন্ডন স্কুল অব ইকনমিকস-এ ফিউচার অব পাকিস্তান, ২০১৭, শীর্ষক সম্মেলনে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী রিয়াজ খোকার আব্বাসি। তাঁর স্পষ্ট মত, কাশ্মীরই ভারতের সঙ্গে মূল ইস্যু। তার মীমাংসা না হওয়া পর্যন্ত ভারত-পাক সম্পর্কে উত্তেজনা থাকবে। আমরা সবসময় যে কোনও স্তরে আলোচনায় তৈরি, সেটাই এগনোর পথ। যুদ্ধ কোনও অপশনই নয়।
ভারতের কোল্ড স্টার্ট মতবাদের কথা উল্লেখ করেন তিনি। আব্বাসি বলেন, পাকিস্তানের হাতেও এর প্রতিরোধের পাল্টা আছে। তবে আমার মনে হয়, যেখানে দুপক্ষের কাছেই পরমাণু অস্ত্র আছে, সেখানে প্রতিরোধক কোনও সমাধানসূত্র হতে পারে। লাগাতার আলোচনাই একমাত্র সমাধান। তবে ভারত, পাকিস্তান দু দেশেই আগামী দু বছরে পরপর ভোট বলে তাদের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি।
পাশাপাশি স্বাধীন কাশ্মীরের ধারণা বাস্তবে সম্ভবপর নয় বলেও জানিয়েছেন আব্বাসি ।