নয়াদিল্লি : প্রায় ২৪০ জন ভারতীয়কে নিয়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান ইউক্রেন থেকে ভারতে পৌঁছল। ফ্লাইট AI 1946 কিভের বরিসপিল (Boryspil ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় সময় সন্ধে ৬ টায় (IST) থেকে যাত্রা শুরু করে এবং মঙ্গলবার রাত ১১.৪০ এ ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে ( Indira Gandhi International Airport ) অবতরণ করে।
এঁদের মধ্যে অনেকেই ইউক্রেনে মেডিক্যাল কলেজের পড়ুয়া। সেখানকার সঙ্কটজনক পরিস্থিতিতে শিক্ষার্থীরা বলেন, পরিবেশ এখনও শান্তিপূর্ণ তবে বেশ আতঙ্ক রয়েছে। শিক্ষার্থীরা দূতাবাসের পরামর্শ মেনে চলেছে। কিছুদিন আগেই কিভে ভারতীয় দূতাবাস শিক্ষার্থীদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেয়।
ইউক্রেনে এমবিবিএস পাঠরত শিবম চৌধুরী দিল্লি বিমানবন্দরে নেমে বলেন, "পরিস্থিতি এখন শান্তিপূর্ণ কিন্তু উত্তেজনা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে, দেশে ফিরে আসতে পেরে ভালো লাগছে।" আরেকজন পড়ুয়া জানালেন, অনলাইন ক্লাস চলবে।
যুদ্ধের আবহের মধ্যেই ইউক্রেনের ডোনেত্স্ক ও লুহান্স্ক নামে দু’টি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। যার জন্য রাষ্ট্রপুঞ্জে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে পুতিন সরকারকে। ৫ রুশ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। ২৪২ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। রুশ হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ইউক্রেন ছাড়তে শুরু করে দিয়েছেন বিভিন্ন দেশের নাগরিকরা। যাদের মধ্যে আছেন হাজার হাজার ভারতীয়। এই উদ্বেগজনক পরিস্থিতিতে, ইউক্রেনে থেকে যাওয়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরে আসার জন্য ফের আর্জি জানায় কিভের ভারতীয় দূতাবাসের তরফে।