দেখুন: চিড়িয়াখানা থেকে পালানো শিম্পাঞ্জিকে ধরতে গিয়ে গলদঘর্ম কর্মীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2016 06:21 AM (IST)
টোকিও: জাপানের উত্তরাঞ্চলের একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছিল একটি শিম্পাঞ্জি। তাকে ধরতে গিয়ে নাজেহাল হলেন চিড়িয়াখানার কর্মীরা। বিদ্যুতের খুঁটিতে চড়ে, তার বেয়ে হেঁটে প্রায় ঘন্টা দুয়েক গলদঘর্ম করে ছাড়ল কর্মীদের। চাচা নামে ওই পুরুষ শিম্পাঞ্জি গত বৃহস্পতিবার ইয়াগিয়ামার সেন্ডাইয়ের চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছিল। তাকে ধরতে যেতেই সে একটি বিদ্যুতের খুঁটিতে চেপে বসে। চিত্কার শুরু করে। দাঁত খিঁচিয়ে তেড়ে আসে। সে যে আর ধরা দিতে নারাজ তা তার অঙ্গভঙ্গি থেকেই স্পষ্ট। ভিডিওতে সমগ্র ঘটনাটি ধরা পড়েছে। শেষপর্যন্ত তার পিঠে ঘুমপাড়ানি তীর মেরে বাগে আনা হয় শিম্পাঞ্জিটিকে। সে পড়ে যায় মাটিতে। সেখানে অবশ্য আগে থেকেই কম্বল বিছিয়ে রেখেছিলেন চিড়িয়াখানার কর্মীরা। চিড়িয়াখানার আধিকারিকরা জানিয়েছে, 'চাচা'র শরীরে কোনও আঘাত লাগেনি। কীভাবে সে পালাতে পারল, তার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।