ইসলামাবাদ: ‘ডন’ পত্রিকার সাংবাদিক সিরিল আলমেইদার পাকিস্তানের বাইরে যাওয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞা ঘিরে বিতর্কের মধ্যেই অস্বস্তিকর প্রশ্নের মুখে সামরিক-অসামরিক কর্তৃপক্ষ। পাক সরকার ও সেনা কর্তৃপক্ষের ঘনিষ্ঠ বলে পরিচিত পাক সংবাদপত্র ‘দি নেশন’-ই এবার প্রশ্ন তুলল, কেন জাতীয় নিরাপত্তার সামনে ‘বিপদ’ হয়ে ওঠা জয়েশ-ঈ-মহম্মদ প্রধান মাসুদ আজহার ও জামাত-উদ-দাওয়ার হাফিজ সঈদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
হক্কানি নেটওয়ার্ক, তালিবান, লস্করের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সামরিক বাহিনীর গোপন মদত দেওয়ার ইস্যুতে পাক সরকার ও সেনার মধ্যে বিরোধ রয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেন আলমেইদা। এজন্য তাঁকে একজিট কন্ট্রোল লিস্টে ফেলেছে সরকার। তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এই প্রেক্ষাপটেই ‘হাউ টু লুজ ফ্রেন্ডস অ্যান্ড অ্যালিনেট পিপল’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয়তে সংবাদপত্রটি বলেছে, আজহার, সঈদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন সংবাদমাধ্যমকে লেকচার দিচ্ছে সরকার-সেনা!
ভারত বরাবরই বলে আসছে, জয়েশ নেতা তথা পঠানকোট হামলার মাথা আজহার ও মুম্বই হামলার মস্তিষ্ক হাফিজ পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছ, তাদের পাহারা দিয়ে রাখছে পাক সেনা। সেই অভিযোগকেই বৈধতা দিয়ে পাক দৈনিকটি বলেছে, কী ভাবে সাংবাদিকরা তাঁদের কাজ করবেন, সে ব্যাপারে যখন সামরিক ও অসামরিক শীর্ষ নেতৃত্ব জ্ঞান দিতে আসেন, সেটা হয় খুবই ভয়ংকর সময়। তারা এও লিখেছে, আলমেইদার খবরটিকে ‘বানানো’, ‘অনুমাননির্ভর রিপোর্টিং’ বলা হয়েছে। কিন্তু সরকার ও সামরিক শীর্ষ নেতৃত্ব বলছে না, তবে কেন পাকিস্তানে নিষিদ্ধ গোষ্ঠীগুলির উপস্থিতি নিয়ে সরকারের লোকজনই আপত্তি করছেন, কেন আজহার, সঈদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে, কেন পাকিস্তান ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে? সরকার, সেনাকর্তারা কী করে একজন নামী সাংবাদিকের সঙ্গে অপরাধীর মতো আচরণ করছেন? কী ভাবে তাঁরা এটা বলার ধৃষ্টতা দেখাচ্ছেন যে, পাকিস্তানের জাতীয় স্বার্থ কী, সেটা ঠিক করার হক শুধু তাঁদেরই?
আলমেইদার প্রতিও সহমর্মিতা দেখিয়ে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছে সংবাদপত্রটি। বলেছে, আপনার কলম আরও শক্তিশালী হোক, আপনার পাশে থাকছে প্রেস।
কেন দেশের ‘বিপদ’ আজহার, হাফিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশ্ন তুলল পাক সংবাদপত্র
Web Desk, ABP Ananda
Updated at:
12 Oct 2016 08:11 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -