প্যারিস: প্যারিস জঙ্গি হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসসালামের হয়ে আদালতে মামলা করা বন্ধ করে দিচ্ছেন তার আইনজীবীরা। টিভি সাক্ষাত্কারে আইনজীবী ফ্র্যাঙ্ক বার্টন বলেছেন, আমরা দুজনেই ওর হয়ে আইনি লড়াই চালানো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আবদেসসালামের হয়ে আর কোর্টে দাঁড়াবেন না তিনি ও তাঁর সহযোগী ভেন মেরি।
চার মাস পালিয়ে বেড়ানোর পর গত ১৮ মার্চ ব্রাসেলসের মোলেনবিকে গ্রেফতার হয় আবদেসসালাম। ব্রাসেলসের এই জায়গাটি ইসলামি মৌলবাদের ঘাঁটি বলে পরিচিত। ঘটনাচক্রে এখানেই বড় হয়েছে সে। সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে তাকে ২৭ এপ্রিল ফ্রান্সে পাঠানো হয়। কিন্তু বেলজিয়াম থেকে ফ্রান্সে আসার পর একটি প্রশ্নেরও উত্তর দেয়নি আবদেসসালাম। মুখে কুলুপ এঁটেছে। তার জেলের কুঠুরীতে প্রতি মূহূর্তে কড়া নজরদারিতে সে প্রচণ্ড বিরক্ত বলে জানা গিয়েছে। সেটাই হয়ত মুখ না খোলার কারণ।
তার দুই আইনজীবী বলেছেন, আমাদের মনে হয় না, ও কথা বলবে। নীরব থাকার অধিকার প্রয়োগ করবে। এই অবস্থায় কী করতে পারি আমরা। আমরা প্রথম থেকেই বলছি, আমাদের মক্কেল বোবা হয়ে থাকলে আমরা তার হয়ে আইনি লড়াই ছেড়ে দেব।
গত বছরের নভেম্বরে প্যারিসের ন্যাশনাল স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ, কনসার্ট হলে একের পর এক সন্ত্রাসবাদী হামলায় আবদেসসালামের ঠিক কী ভূমিকা ছিল, তা অবশ্য নির্দিষ্ট করে বলেননি তদন্তকারীরা।
সরে দাঁড়ালেন প্যারিস জঙ্গি হামলার প্রধান সন্দেহভাজনের আইনজীবীরা
web desk, ABP Ananda
Updated at:
12 Oct 2016 04:50 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -