এবার কার্যত সেই একই রাস্তাতে হাঁটল উইকিলিকস। মঙ্গলবার উইকিলিকস-এর পক্ষ থেকে তথ্য প্রকাশ করে দাবি করা হয়, এইমুহূর্তে সিআইএ-র হাতে এমন সাইবার অস্ত্র রয়েছে, যার সাহায্যে তারা অনায়সে অ্যাপেল বা অ্যানড্রয়েড স্মার্টফোন, উইনজোড কম্পিউটার, অটোমেটিভ কম্পিউটার সিস্টেম, এমনকি স্মার্ট টেলিভিশনের বিভিন্ন তথ্য প্রবেশ করতে পারবে।
এপ্রসঙ্গে বিশ্বের বিভিন্ন টেক জায়েন্ট যেমন অ্যাপেল, গুগল, মাইক্রোসফট কোনও মন্তব্য করতে চাননি এইমুহূর্তে। আপাতত তাঁরা তাঁদের বিভিন্ন জিনিষ কতটা প্রভাবিত, সেটা খতিয়ে দেখতেই ব্যস্ত। তবে এই তথ্য ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে একটা বিষয় সবচেয়ে বেশি প্রভাবিত, সেটা হল গোয়েন্দা সংস্থা ও সিলিকন ভ্যালির সম্পর্ক।