রাষ্ট্রপুঞ্জ: জনসংখ্যার ক্ষেত্রে আগামী সাত বছরের মধ্যেই চিনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত। ২০২৪-এর মধ্যে ১৩০ কোটি জনসংখ্যার দেশ টপকে যাবে ১৪০ কোটি জনসংখ্যার দেশ চিনকে। রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য, চিনই বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।
রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে আরও বলা হয়েছে, ২০৫০-র মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা পৌঁছতে পারে প্রায় হাজার কোটিতে। বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৭৬০ কোটি। ২০৫০-র মধ্যে তা বেড়ে হবে ৯৮০ কোটি।
রাষ্ট্রপুঞ্জের আর্থিক ও সামাজিক বিষয় বিভাগের ওই রিপোর্টের সংকলক বলেছেন, প্রতি বছর বিশ্বে জনসংখ্যা মোটামুটি ৮.৩ কোটি করে বাড়ছে। জন্মহার কমতে থাকলেও জনসংখ্যার এই বৃদ্ধি বজায় থাকবে।
এই হারে বৃদ্ধি ঘটলে ২০৩০-এ বিশ্বের জনসংখ্যা হবে ৮৬০ কোটি, ২০৫০-এ ৯৮০ কোটি এবং ২১০০ সালে তা বেড়ে হবে ১১০২ কোটি।
নাইজেরিয়ার জনসংখ্যা সবচেয়ে দ্রুতহারে বাড়ছে। আফ্রিকার ২৬ টি দেশের জনসংখ্যা ২০৫০-এর মধ্যে বেড়ে দ্বিগুণ হতে পারে বলে রিপোর্টে জানানো হয়েছে।
ষাটোর্দ্ধ মানুষের সংখ্যা ২০৫০ নাগাদ দ্বিগুণ এবং ২১০০-তে তিনগুণের বেশি হতে পারে বলে জানানো হয়েছে রিপোর্টে।
আগামী সাত বছরেই চিনকে টপকে যাবে ভারত, ২০৫০-এ বিশ্বের জনসংখ্যা হবে ৯৮০ কোটি: রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট
ABP Ananda, web desk
Updated at:
22 Jun 2017 01:47 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -