দ্য হেগ (দ্য নেদারল্যান্ডস): বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের জন্য বিনিয়োগের আহ্বান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার রাজ্যের শিল্প সম্মেলন বসেছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে। সেখানেই লগ্নির আহ্বান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলা। বাংলায় আসুন। বিনিয়োগ করুন।
বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে শিল্প সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। সেখানেই ডাচ শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত। রাজ্যের ল্যান্ড ব্যাঙ্ক আছে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট জমি নীতি আছে। বিনিয়োগ করলে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে।
গত কয়েক বছরে বাংলা কীভাবে এগিয়ে গিয়েছে, এদিনের শিল্প সম্মেলনে তাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, প্রতিভা ও উৎকর্ষে শীর্ষে। গত ৬ বছরে অনেক এগিয়েছে বাংলা। কৃষিক্ষেত্র ও শিল্পক্ষেত্রে এগিয়ে বাংলা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে শীর্ষে বাংলা। শিল্পের ক্ষেত্রে তাই সেরা গন্তব্য বাংলা।
এদিনের শিল্প সম্মেলনে যোগ দেন নেদারল্যান্ডসের সবথেকে বড় বণিসকসভা ভিএনও এনসিডব্লু --এর চেয়ারম্যান হ্যান্স ডি ই বোর। রাজ্যে বিনিযোগের ব্যাপারে উৎসাহ প্রকাশ করেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী ডায়নামিক। প্রতিনিধি দল রাজ্যে যাবে, ফুড প্রসেসিং, এমএসএমই-তে উৎসাহী।
এদিনের অনুষ্ঠানে হ্যান্সি ডি ই বোরকে নিজের আকাঁ ছবি উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে বই উপহার দেন নেদারল্যান্ডসের সবথেকে বড় বণিসকসভার চেয়ারম্যান।