নয়াদিল্লি: সারা বিশ্বে করোনাভাইরাসের দাপট অব্যাহত। আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ছাড়িয়েছে। ২১২ দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তর সংখ্যা ৯৫,৫১৯। মৃতের সংখ্যা বেড়েছে ৫,৩০৫। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখনও পর্যন্ত ৪৫ লক্ষের বেশি আক্রান্তদের মধ্যে প্রায় তিন লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ-মুক্ত ১৭ লক্ষ রোগী। সারা বিশ্বে করোনা আক্রান্তদের মধ্যে ৭২ শতাংশই মাত্র ১০ টি দেশে। এই দেশগুলিতে করোনা আক্রান্তর সংখ্যা প্রায় ৩২.৫৩ লক্ষ।


সারা বিশ্বে করোনা আক্রান্তদের এক তৃতীয়াংশই আমেরিকায়, মৃতের সংখ্যাও আমেরিকায় এক তৃতীয়াংশের বেশি।  আমেরিকার পর করোনার প্রকোপ সবচেয়ে বেশি ব্রিটেনে। সেখানে মৃতের সংখ্যা ৩৩,৬১৪। মোট আক্রান্ত ২,৩৩,১৫১। তবে ব্রিটেনে রোগীর সংখ্যা স্পেন ও রাশিয়ার থেকে কম। এরপর রয়েছে ইতালি, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, ইরান, চিন, ব্রাজিল, কানাডার মতো দেশ।
আমেরিকা:আক্রান্ত-১৪,৫৬,৭৪৫         মৃত্যু- ৮৬,৯০০
স্পেন:    আক্রান্ত-২,৭২,৬৪৬             মৃত্যু- ২৭,৩২১
রাশিয়া: আক্রান্ত ২,৫২,২৪৫                  মৃত্যু-২,৩০৫
ইংল্যান্ড: আক্রান্ত ২,৩৩,১৫১               মৃত্যু-৩৩,৬১৪
ব্রাজিল:আক্রান্ত ২,০২,৯১৮                  মৃত্যু-১৩,৯৮৩

ফ্রান্স: আক্রান্ত ১,৭৮,৮৭০                     মৃত্যু-২৭,৪২৫
জার্মানি:১,৭৪,৯৭৫                                 মৃত্যু ৭,৯২৮
তুরস্ক:১,৪৪,৭৪৯                                    মৃত্যু-৪,০০৭
ইরান:১,১৪,৫৩৩                                     মৃত্যু-৬,৮৫৪
চিন:৮২,৯২৯                                         মৃত্যু-৪,৬৩৩

স্পেন,ইতালি, ইংল্যান্ড, রাশিয়া ও ব্রাজিলে করোনা আক্রান্তর সংখ্যা দুই লক্ষ ছাড়িয়েছে। এছাড়াও এমন চার দেশ রয়েছে, যেগুলিতে করোনা আক্রান্তর সংখ্যা এক লক্ষের বেশি। আমেরিকাকে ধরলে এই দেশগুলির মিলিত করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষ ৩৫ হাজার। আমেরিকা ছাড়াও রাশিয়া ও ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।
পাঁচ দেশ (আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্স ও ব্রিটেন)-এ মৃতের সংখ্যা ২৫ হাজারের বেশি। আমেরিকায় মৃতের সংখ্যা ৮৭ হাজার ছাড়িয়েছে। চিন করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম দশ দেশের তাালিকার বাইরে। ভারতে আক্রান্তের সংখ্যা চিনকে ছাপিয়ে যাবে।