এথেন্স: উত্তর গ্রিসের শহর থেসালোনিকি শহর থেকে অন্তত ৭৫,০০০ মানুষকে বার করে দেওয়া হল, যাতে বিশেষজ্ঞরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের একটি না ফাটা বোমা নিষ্ক্রিয় করতে পারেন।

২২৭ কিলোগ্রাম ওজনের বোমাটি পাওয়া যায় স্থানীয় একটি গ্যাস স্টেশনের নীচে। তারপরেই শহর জুড়ে সাজো সাজো রব পড়ে যায়। বোমা যেখান থেকে উদ্ধার হয়, তার ১.৯ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঘরে ঘরে গিয়ে শহর ছাড়ার জন্য মানুষকে বোঝাতে থাকে পুলিশ। শহরের পশ্চিম শহরতলী কোরডেলিওর ৭৫,০০০ বাসিন্দাকে এলাকাছাড়া করা হয়। তবে বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে মাত্র আধঘণ্টার মধ্যে আদ্যিকালের এই বোমা নিষ্ক্রিয় করে ফেলেন।

এবার আর্মি ফায়ারিং রেঞ্জে সেটি রাখার কথা। তবে যতক্ষণ না বোমাটি সরানো হচ্ছে, ততক্ষণ ঘরে ফিরতে দেওয়া হবে না স্থানীয় বাসিন্দাদের।

এলাকার মানুষ অবশ্য ছুটির দিনে এই উত্তেজনা দারুণ উপভোগ করেছেন। তল্পিতল্পা গুটিয়ে কমিউনিটি হলে ঢুকে টিভিতে বোমা নিষ্ক্রিয় করার খবর দেখেছেন তাঁরা। তাঁদের ধারণা, বোমাটি ফাটলে তা বিরাট কোনও ভূমিকম্পের থেকে কম কিছু হত না।

বোমার খবরে শহরের প্রধান বাস স্টেশন বন্ধ রাখা হয়, থামিয়ে দেওয়া হয় ট্রেন। গির্জাতেও রবিবারের প্রার্থনা হয়নি। ১৭৫ রুমের একটি হোটেল বুক করেছে প্রশাসন, সেখানেই আপাতত আশ্রয় পেয়েছেন ঘরছাড়ারা।

বয়স্ক মানুষরা স্মৃতি হাতড়ে বলছেন, বোমাটি পড়েছিল ১৯৪৪-এর ১৭ সেপ্টেম্বর। সেটাও ছিল রবিবার, সকলে তখন লাঞ্চ করছিলেন। বোমা ছুঁড়েছিল ইংরেজ আর মার্কিনরা। জার্মানদের রেল লাইন টার্গেট করেছিল তারা। ভাগ্যিস, ফাটেনি!