বেজিং: চিনের প্রাচীরের যোগচর্চা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী এই স্থানে যোগাসন করবেন প্রায় দেড়শো জন। লাল পোশাকে চিনের তরুণ-তরুণীদের যোগের কঠিন মুদ্রাগুলির অনুশীলনের দৃশ্য ছিল নয়নাভিরাম।







উল্লেখ্য, ২০১৪-তে রাষ্ট্রপুঞ্জ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছিল।
চিনের প্রাচীরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিংহ। ব্রিকস দেশগুলির বিদেশ মন্ত্রীদের সম্মেলনেপ জন্য তিনি বেজিংয়ে রয়েছেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৩০ বছরের  তরুণী ওয়াং কেন  বলেছেন, যোগ করে তিনি দারুন আনন্দ পান। যোগ প্রশিক্ষক হওয়ার জন্য তিনি চাকরি ছেড়েছেন। যোগভূমি ভারতে আসার দারুন ইচ্ছে রয়েছে কেনের।
চিনের প্রাচীরে অনুষ্ঠানে যৌথভাবে আয়োজন করেছিল বেজিংয়ের ভারতীয় দূতাবাস, বেজিং চাইনিজ  পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ ও জনপ্রিয় যোগ স্কুল যোগী যোগা।