দ্য হেগ (নেগারল্যান্ডস): বাংলার ফুটবলে এবার ডাচ টাচ! মঙ্গলবার নেদারল্যান্ডস-এর হেগ শহরে এক তারকাখচিত হোটেলে রাজ্যের সঙ্গে মউ স্বাক্ষরিত হল রয়্যাল নেদারল্যন্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের। মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়্যাল নেদারল্যন্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের অধিকর্তা জোহান ফন জিজেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, এই মউ স্বাক্ষরের ফলে রয়্যাল নেদারল্যন্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের বিশ্বমানের কোচেরা যাবেন কলকাতায়। প্রশিক্ষণ দেবেন রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের। নির্বাচিত খেলোয়াড়রা নেদারল্যান্ডস-এও প্রশিক্ষণের সুযোগ পাবেন। শুধু রাজ্যের এই উদ্যোগই নয়, বাংলার ফুটবলের মানোন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে রাজ্যের বেসরকারি সংস্থাও।
খুলিট, বাস্তেন থেকে আজকের স্নেইডার, রবেন--- নেদারল্যন্ডস-এর ফুটবলের গর্বের ইতিহাস সুদীর্ঘ। এবার সেই ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পেরে অন্য মাত্রা পেল ভারতীয় ফুটবলের মক্কা।
নেদারল্যান্ডস-এর ফুটবল সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর রাজ্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2017 11:22 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -