লন্ডন: কেন্দ্রীয় সরকার যখন ক্যাশলেস লেনদেনের জন্য দেশবাসীকে উৎসাহ জোগাচ্ছে, ঠিক সেই সময় সুদূর লন্ডনে এক চাঞ্চল্যকর দাবি করলেন একদল বিশেষজ্ঞ। তাঁরা জানালেন, মাত্র ৬ সেকেন্ডেই হ্যাক করা সম্ভব যে কোনও ক্রেডিট বা ডেবিট কার্ড।
ভিসা পেমেন্ট সিস্টেমের মধ্যে থাকা গাফিলতির বিষয়টি প্রকাশ্যে এনেছেন লন্ডনের নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের দাবি, না কোনও নেটওয়ার্ক না কোনও ব্যাঙ্ক, এই হ্যাকারদের আক্রমণ ঠেকাতে পারছে।
তাঁরা জানাচ্ছেন, যে কোনও কার্ডের বিভিন্ন ধরনের সিকিউরিটি ডেটা (যেমন কার্ডের মেয়াদ, পিন, কোড) পেতে স্বয়ংক্রিয়ভাবে নম্বর ‘জেনারেট’ করে বিভিন্ন ওয়েবসাইটে ‘ফায়ার’ করে হ্যাকাররা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ওই কার্ড সংক্রান্ত সব তথ্য চলে আসে তাদের হাতে।
গবেষক দলের অন্যতম সদস্য মহম্মদ আলি জানান, প্রথমত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আসা এধরনের বিভিন্ন অবৈধ লেনদেনের অনুরোধকে চিহ্নিত করতে পারে না বর্তমান অনলাইন পেমেন্ট সিস্টেম। ফলে, কার্ডের প্রতিটি ‘ফিল্ড’ আন্দাজ করতে করতে সঠিক তথ্য ঠিক একসময় পেয়ে যায় হ্যাকাররা।
দ্বিতীয়ত, বিভিন্ন ওয়েবসাইট আলাদা আলাদা উপায়ে কার্ডের ডেটা চায়। হ্যাকাররা, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এই তথ্য অনায়াসে জোগাড় করতে সক্ষম হয়।
গবেষকদের মতে, তথ্য হাতানোর জন্য হ্যাকারদের প্রয়োজন স্রেফ একটা ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ। ব্যস, তাহলেই কেল্লা ফতে। মাত্র ৬ সেকেন্ডেই কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য হ্যাকারদের হাতের মুঠোয়।