নিউ ইয়র্ক: তিন বছরের মধ্যেই আয়ু শেষ হবে আইফোনের। এমনটাই জানাল মার্কিন ইলেকট্রনিক দ্রব্য নির্মানকারী সংস্থা অ্যাপেল। তারা আরও জানিয়েছে, একই সময়ের মধ্যে মেয়াদ শেষ হবে অ্যাপেল ওয়াচেরও। চারবছরের মধ্যে আয়ু শেষ হবে অ্যাপেল টিভির।
সম্প্রতি ওই সংস্থাকে প্রশ্ন করা হয়েছিল, কতদিন ব্যবহার যোগ্য থাকে অ্যাপেল ডিভাইস? উত্তরে সংস্থা জানায়, আইফোন ব্যবহারের সময়সীমা ৩ বছর। একই সময় পর্যন্ত ব্যবহার করা যাবে অ্যাপেল ওয়াচ। টিভির মেয়াদ এর থেকে একবছর বেশি। ৪ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে তা।
প্রথম কেনার পর এই সময়সীমার পর থেকেই প্রডাক্টের ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হতে শুরু হবে। এরপরও ওই জিনিসটি ব্যবহার করতে হলে সেটির হার্ডওয়্যারের অপারেটিং সিস্টেমটি পরিবর্তন করতে হবে।
তিনবছরের মধ্যেই শেষ হবে আইফোনের আয়ু, জানাল অ্যাপেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2016 06:15 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -