নয়াদিল্লি: বৃহস্পতিবার থেকে ভারতে কাজ বন্ধ করে দিল আমেরিকান ওয়েব সার্ভিস প্রোভাইডার Yahoo। কোম্পানির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে Yahoo News ও Yahoo Cricket-এ কোনও ধরনের খবর পাওয়া যাবে না। কনটেন্ট অপারেশনের কাজ বন্ধ করছে তারা।
কী কী বন্ধ করল (Yahoo closed operation)
তবে কোম্পানির তরফে জানানো হয়েছে, ২৬ অগাস্ট থেকে Yahoo India-য় খবরের কোনও আপডেট না পাওয়া গেলেও Yahoo accounts, mails ও search অপারেশন জারি থাকবে। আগের মতোই গ্রাহকরা ইয়াহুর এই পরিষেবা পাবেন। বন্ধ করা হয়েছে, Yahoo News, Yahoo Cricket, Finance, Entertainment ও MAKERS India।
কেন এই সিদ্ধান্ত নিল Yahoo ?
এ প্রসঙ্গে বিবৃতি দিয়ে ইয়াহু জানিয়েছে, ভারতের নতুন FDI(ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট) নীতির ফলে ডিজিটাল মিডিয়ায় বিদেশি মালিকানার সুযোগ খুব কম। এই নীতির ফলে কোম্পানির ডিজিটাল প্লাটফর্মে প্রোডাক্ট ধাক্কা খাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে Yahoo News, Yahoo Cricket, Finance, Entertainment ও MAKERS India-র ওপর।
২০২০ সালের ২৮ অগাস্ট ডিজিটাল মিডিয়ায় ২৬শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগে অনুমতি দেয় ভারত সরকার। ২ মাস পর ফের ডিজিটাল মিডিয়া নিয়ে বিস্তারিত বিরণ দেয় সরকার। যেখানে কারা এই ২৬ শতাংশের মধ্যে পড়বেন তা জানিয়ে দেয় কেন্দ্র। নতুন নিয়ম অনুসারে- খবর ও সাম্প্রতিক আলোচ্য বিষয়ের ওপর ওয়েবসাইটগুলি, সংবাদ সংস্থা, নিউজ অ্যাগ্রিগেটরস, ওয়েব অ্যাপ্লিকেশন, ব্লগস, ভিডিয়োর সাইটগুলিকে এফডিআইয়ের মধ্যে ধরা হয়।
নতুন ইনফরমেশন টেকনোলজি রুল অনুযায়ী, ভারতে ডিজিটাল মিডিয়ার বিজেনেস করতে নতুন করে পরিকাঠামো গড়তে হত ইয়াহুকে। সবথেকে বড় বিষয়, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ করতে হত কোম্পানিকে। ইয়াহু জানিয়েছে, ইয়াহু মেইল এই এফডিআই নিয়মের মধ্যে পড়ে না। তাই সেই বিজনেস চালিয়ে যাবে তারা। তবে নিউজ সম্পর্কিত ব্যবসা এখন থেকে বন্ধ রাখছে কোম্পানি।