নয়াদিল্লি: ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া গিয়েছে দেশের ৫০শতাংশ প্রাপ্তবয়স্ককে। যা ভারতের কোভিড টিকাকরণে এক বড়সড় সাফল্যের নজির। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই তথ্য তুলে ধরে ট্যুইট করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।


এদিন ট্যুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ''ভারত আজ এক অভূতপূর্ব মাইলফলক অর্জন করেছে। দেশের টিকা নেওয়ার যোগ্য ৫০ শতাংশ ব্যক্তি ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে পেরেছেন।'' দেশের বর্তমান পরিস্থিতি বলছে, আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। তবে কিছু কিছু রাজ্যে উৎসবের পর বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা।


বৃহস্পতিবার দেশে কোভিড বুলেটিনের দিকে তাকালে দেখা যাবে, গত ২৪ ঘণ্টায় ২০ শতাংশেরও বেশি করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে। সামান্য কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা ৬০০-র ওপরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ১৬৪ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৬০৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৭ লক্ষ ৮৮ হাজার ৪৪০ জন। একদিনে ৩৪ হাজার ১৫৯ জন সুস্থ হয়েছেন।


এদিন দেশের কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ বলেন, ''প্রতিবারই উৎসবের পর বেড়ে যাচ্ছে দেশের করোনার গ্রাফ। কোভিড বিধি না মানার ফল ভুগতে হচ্ছে সবাইকে। তাই করোনার দ্বিতীয় ঢেউ চলে গেছে এমনটা ভাববেন না। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। উৎসবের কারণে এই সময় সবাই আনন্দে মেতে থাকবেন। মনে রাখতে হবে এই সময় কোভিড বিধি অনুসরণ করা বাধ্যতামূলক। যা না মানলেই পরবর্তীকালে ভুগতে হবে আমাদের।''


এ প্রসঙ্গে ভ্যাকসিনের সীমাবদ্ধতার কথাও তোলেন স্বাস্থ্য সচিব। তিনি জানান, ভ্যাকসিনের দুটি ডোজ কেবল সংক্রমণের প্রকোপের মাত্রা কমাতে পারে।যার ফলে হাসপাতালে ভর্তি হওয়া থেকে রক্ষা পেতে পারেন সংক্রমিত। কিন্তু এরফলে আপনার দেহে সংক্রমণ ঠেকানো যাবে না। তাই ভ্যাকসিন নেওয়া থাকলেও মেনে চলতে হবে কোভিড বিধি।