নয়াদিল্লি: ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে। ইতিমধ্যে বাংলা-ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর সতর্কতা অবলম্বনে এবার একাধিক ট্রেন বাতিল করল নর্দান রেলওয়ে। শনিবার বিবৃতি জারি করে জানানো হয়েছে, ২৪ থেকে ২৬ মে-র মধ্যে দিল্লি থেকে ভুবনেশ্বর এবং পুরীর মধ্যে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নর্দান রেলের বিবৃতি অনুযায়ী ১৫ টি বাতিল করা হয়েছে এই সময় পর্বে।
রেল জানিয়েছে, ২৪, ২৫ এবং ২৬ মে বাতিল করা হল পুরী- নিউ দিল্লি স্পেশাল ট্রেন।
নিউ দিল্লি- পুরী স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ২৩, ২৪ এবং ২৫ মে।
আনন্দ বিহার টার্মিনাল- ভুবনেশ্বর স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ২৪ মে।
আনন্দ বিহার –পুরী স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ২৪ মে এবং ২৬ মে।
পুরী – আনন্দ বিহার ট্রেন বাতিল ২৬ মে এবং ২৭ মে।
ভুবনেশ্বর- নিউ দিল্লি বাতিল ২৫ মে এবং নিউ দিল্লি – ভুবনেশ্বর বাতিল ২৬ মে।
নিউ দিল্লি – ভুবনেশ্বর স্পেশাল বাতিল থাকবে ২৪ মে।
পুরী – আনন্দ বিহার স্পেশাল বাতিল করা হয়েছে ২৫ মে।
পুরী- যোগনগরী হৃষিকেশ স্পেশাল ট্রেন বাতিল থাকবে ২৫, ২৬, ২৭ মে।
যোগনগরী হৃষিকেশ- পুরী স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ২৪, ২৫, ২৬ মে।
ভুবনেশ্বর – নিউ দিল্লি স্পেশাল এবং ভুবনেশ্বর – আনন্দ বিহার স্পেশাল ট্রেন বাতিল থাকবে ২৬ মে।
আনন্দবিহার- ভুবনেশ্বর বাতিল থাকবে ২৫ মে।
উল্লেখ্য, আগামী ২৬ মে-র মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। গতকাল, শনিবার ইয়াস নিয়ে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গওবা।ইয়াস নিয়ে বার্তা পাঠানো হয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনের কাছে। ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে গওবা বলেন, ''যেসব উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কা আছে,সেখানে আগে থেকেই মানুষজনকে সরিয়ে আনা হোক। নৌকা, লঞ্চ সরিয়ে এনে প্রাণহানির আশঙ্কা দূর করুক প্রশাসন। সময়মতো ব্যবস্থা নিলে একজনেরও প্রাণহানি হবে না।''