ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয় মানতে রাজি নন। নির্বাচনী ফল নিয়ে প্রশ্ন তুলে, সংশয় প্রকাশ করে তিনি তাকে চ্যালেঞ্জ করেছেন। কিন্তু তিনি যে রিপাবলিকান পার্টির হয়ে হোয়াইট হাউস পুনর্দখলের দৌড়ে নেমেছিলেন, সেই দলেরই প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশই এই নির্বাচন অবাধ, সুষ্ঠু বলে সার্টিফিকেট দিলেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, মার্কিন জনগণ এই ভরসা করতে পারেন যে, এই নির্বাচন মৌলিক ভাবে স্বচ্ছ, ন্যায্য হয়েছে, এর নিরপেক্ষতা প্রমাণিত হবে, আর ফল তো একেবারে পরিষ্কার। তিনি আরও বলেছেন, যেভাবেই আপনি ভোট দিয়ে থাকুন না কেন, আপনার ভোট গোনা হয়েছে।
অবশ্য় তার পাশাপাশি ট্রাম্পের ফের ভোটগণনার আবেদন করার, আইনি চ্যালেঞ্জ জানানোর এক্তিয়ার আছে বলেও অভিমত জানান বুশ। বলেন, কোনও ইস্যুর মীমাংসা না হয়ে থাকলে তার যথাযথ সমাধান করতে হবে।
তিনি জয়ী ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন, নির্বাচিত বিজয়ী ঘোষিত হওয়ার পর বাইডেন শনিবার রাতের দেশবাসীর উদ্দেশে ভাষণে ‘দেশপ্রেমের বার্তা’ দেওয়ায় তাঁকে ধন্যবাদও দিয়েছেন বলে জানান বুশ। বিবৃতি দিয়ে বুশ বলেছেন, তাঁর ও বাইডেনের রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তিনি তাঁকে একজন ‘ভাল মানুষ হিসাবেই চেনেন, যিনি আমাদের দেশকে নেতৃত্বদান ও একজোট করার সুযোগ কাজে লাগিয়েছেন’।