নয়াদিল্লি: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পরে ডলারের দাম নিম্নমুখী। তার জেরে সোনার দাম বাড়ছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। সোনা এবং রূপোর দাম বেশ খানিকটা চড়া। প্রেসিডেন্ট নির্বাচনের পরে আমেরিকার অর্থনীতিতে একটা নতুন দিশা দেখা দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদদের অনেকেই। ফলে সোনা ও রূপোর দাম আরও বাড়তে পারে।

এদিকে, এমসএক্সে সোনার দাম ১০ গ্রামে ০.০৬ শতাংশ বা ৮২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫২,২৪৯ টাকা। ১০ গ্রাম রূপোর দাম ১০ গ্রামে ০.৯০ শতাংশ, অর্থাৎ ৫৮৭ টাকা বেড়েছে, ৬৫,৯২২টাকা হয়েছে।

কলকাতায় সোনা ও রূপোর দর

আজ কলকাতার বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫২,৭২০ টাকা। ২২ ক্যারেট হলে ১০ গ্রাম প্রতি দাম পড়বে ৪৯,৫১০ টাকা।  কলকাতার বাজারে ১০ গ্রাম রূপোর দাম ৬৫৪ টাকা। গতকালের চেয়ে আজকে রূপোর দামে কোনও হেরফের হয়নি।

দিল্লির বাজারে চড়া সোনার দাম

সোমবার আমদাবাদের সরফা বাজারে সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৫২,১৯২ টাকা। ১০ গ্রাম গোল্ড ফিউচারের দাম দাঁড়িয়েছে ৫২ হাজার ৪২৫ টাকা। দিল্লিতে শুক্রবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৯১ টাকা বেড়ে ৫১ হাজার ৭১৭ টাকায় পৌঁছেছিল। রূপোর দাম ২ হাজার ১৪৭ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৭৮ টাকা। ডলারের দাম কমে যাওয়ায় এশিয়ার বাজারে সোনার দাম বেড়েছে।

বিশ্ব বাজারেও সোনার দাম বেড়েছে

আমেরিকায় প্রেসিডেন্ট পদে বাইডেনের জয় সোনার দাম বাড়িয়েছে। স্পট গোল্ডে ০.১ শতাংশ বৃদ্ধি হয়েছে এবং প্রতি আউন্সে সোনার দাম ১৯৫৩.৪৩ ডলারে পৌঁছেছে। শুক্রবার যা ছিল ১৯৬০.১৩ ডলার। ১৮ সেপ্টেম্বরের পরে এটাই সর্বোচ্চ দাম। ইউএস গোল্ড ফিউচার ০.২ শতাংশ বেড়ে এক আউন্সের দাম দাঁড়িয়েছে ১৯৫৫.৬০ ডলার। এ দিকে  বিশ্বের সর্ববৃহৎ সোনা ভিত্তিক ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টের হোল্ডিং ০.৬৩ শতাংশ বেড়ে ১২৬০.৬০ টনে দাঁড়িয়েছে। বিশ্ব বাজারে রূপোর দামও বেড়েছে।