নয়াদিল্লি: চাঁদের মাটিতে নেমেছিল ভারতের চন্দ্রযান ৩। চাঁদের মাটি ছোঁয়ার সেই মুহূর্ত ইউটিউবে স্ট্রিম করেছিল ইসরো (ISRO)। আর চন্দ্রযানের সাফল্যের মতোই সেটাতেও রেকর্ড হয়েছিল। চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্তটা ইউটিউবে সারা বিশ্বে ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। সেটাই এবার উদযাপন করল ইউটিউব। বৃহস্পতিবার X প্ল্য়াটফর্মে ওই বিষয়টি নিয়ে পোস্ট করে ইসরোকে অভিনন্দন জানিয়েছে ইউটিউব ইন্ডিয়া। ইউটিউবের প্রধান নীল মোহন (Neal Mohan) ইউটিউবে স্ট্রিমিং রেকর্ড তৈরির জন্য Indian Space Research Organisation (ISRO)-কে অভিনন্দন জানিয়েছেন।
তিনি লিখেছেন, 'এটা দেখা খুব উৎসাহব্যঞ্জক ছিল। ইসরোর গোটা টিমকে অনেক অভিনন্দন। একসঙ্গে ৮ মিলিয়ন ভিউয়ার থাকা অসাধারণ একটি বিষয়।'
এই পোস্টের সঙ্গেই একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই দিনের বিভিন্ন ঘটনার মুহূর্তের কোলাজ নিয়ে তৈরি করা হয়েছে। ব্রডকাস্টের শুরু থেকে চন্দ্রায়ন ৩ -এর সফট ল্যান্ডিং ও তারপরের উদযাপন- সবই রয়েছে সেখানে।
চন্দ্রযান ৩- (Chandrayaan 3) এর এই অভিযান লাইভ দেখানো হচ্ছিল ইসরোর (ISRO) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে (YouTube Chanel)। আর সেখানেই ভেঙে গিয়েছে সব রেকর্ড। স্পেনের স্ট্রিমার Ibai - এর ৩.৪ মিলিয়ন ভিউয়ারের (একই সময় দেখার) বিশ্ব রেকর্ড ছিল। ইসরোর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের অবতরণ (Soft Landing) একই সময়ে দেখেছেন ৮ মিলিয়নের বেশি মানুষ।
এখন চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে ভারতের চন্দ্রযান ৩। ভারতই বিশ্বের প্রথম দেশ যেটি চাঁদের দক্ষিণ মেরুতে ওই এলাকায় সফট ল্যান্ডিং করেছে। চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ে সফল ধরলে ভারত বিশ্বের চতুর্থ দেশ।
পৃথিবীর ১৪ দিন মানে চাঁদের একদিন। এবার শেষ হচ্ছে সেই চন্দ্রদিন। সূর্যের আলোর অপেক্ষা করতে করতে এবার ঘুম দেবে বিক্রম। এরপর সূর্যের আলো চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছলে ফের জেগে উঠবে সে। ইসরোর তরফে জানান হয়েছে, এদিন একটু ইন-সিটু এক্সপেরিমেন্ট করা হয়। ChaSTE, RAMBHA-LP এবং ILSA পে-লোড বর্তমানে নতুন লোকেশনে রয়েছে। আপাতত সেই পে-লোডগুলিকে বন্ধ রাখা হয়েছে। তবে ল্যান্ডারের রিসিভার অন থাকছে। প্রজ্ঞানের পাশেই এবার ঘুমিয়ে পড়ল বিক্রম। ২২ তারিখ দু'জনেরই 'ঘুম ভাঙার' কথা রয়েছে। সেই দিনেই তাকিয়ে রয়েছে ইসরো।
আরও পড়ুন: ২০০০ টাকার নোট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আমাজনের! কী বলল ই-কমার্স সংস্থা?