নয়াদিল্লি: আমাজনে (Amazon India) প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেন? ক্যাশ অন ডেলিভারি (Cash On Delivery) পদ্ধতিতে দাম মেটান? তাহলে আপনার জন্য নিয়মে বদল আনছে আমাজন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে COD পদ্ধতিতে দাম নেওয়ার সময় ২০০০ টাকার নোট আর নেবে না আমাজন (Amazon)। চলতি মাসেই ২০০০ টাকার নোট জমা দেওয়া বা বদলে ফেলার শেষ দিন রয়েছে। তার কদিন আগেই এমন সিদ্ধান্তের কথা জানান আমাজন। 


একটি প্রশ্নোত্তরে ই-কমার্স (E Commerce) সংস্থাটি জানিয়েছে, এখনও পর্যন্ত আমাজন জিনিসের দাম নেওয়ার সময় ২০০০ টাকার নোট নিচ্ছে, কিন্তু ১৯ সেপ্টেম্বর থেকে ক্যাশ অন ডেলিভারি পেমেন্টের সময়ে ২০০০ টাকার নোট আর নেওয়া হবে না যদি সেই অর্ডার Fulfilled by Amazon হয়ে থাকে। যদি কোনও অর্ডার থার্ড পার্টি কুরিয়র পার্টনারের মাধ্যমে পাঠানো হয়, সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে (Cash on Delivery)  ২০০০ টাকার নোট দিয়ে দাম মেটানো যাবে।       


চলতি বছরের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল যে বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া হবে। তার লেনদেনের জন্য নির্দিষ্ট দিনের কথাও বলা হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাজারে লেনদেন করা যাবে ২০০০ টাকার নোট। এই দিনটির মধ্যেই ব্যাঙ্কে জমা দিয়ে দিতে হবে এই নোট অথবা ২০০০ নোটের পরিবর্তে সমমূল্যের অন্য ব্যাঙ্কনোট নিয়ে নিতে হবে।      


গত ১৯ মে বিজ্ঞপ্তি জারি করে ৩০ সেপ্টেম্বরের পর ২ হাজার (Rs 2000) টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। ১ সেপ্টেম্বর, RBI জানিয়েছিল যে ১৯ মে পর্যন্ত বাজারে যতগুলো ২০০০ টাকার নোট চলছিল তার ৯৩ শতাংশই ফিরে এসেছে ব্যাঙ্কে। ৩১ অগাস্ট পর্যন্ত বাজার থেকে যতগুলো ২০০০ টাকার নোট ফিরে এসেছে তার বাজারমূল্য ৩.৩২ লক্ষ কোটি টাকা।     


এখনও পর্যন্ত তা তথ্য পাওয়া গিয়েছে তাতে এখনও পর্যন্ত লেনদেনের চক্র থেকে যতগুলো ব্যাঙ্কনোট (Bank Note) ফিরে এসেছে। তার মধ্যে ৮৭ শতাংশই ব্য়াঙ্কে জমা পড়েছে। বাকি ১৩ শতাংশ অন্য ব্যাঙ্কনোট পরিবর্তিত করে ফেরত নেওয়া হয়েছে।  


আরও পড়ুন: ভারতেই সর্বাধিক মূল্য iPhone 15-র, দুবাই গিয়ে কিনে আনলেও কম পড়বে দাম