নয়াদিল্লি: লাঠি হাতে লবণ সত্যাগ্রহে বেরিয়ে যদি সেলফি নিচ্ছেন মহাত্মা গান্ধী! বিপ্লবের স্ফূলিঙ্গ জ্বালিয়ে তোলার মুহূর্ত ক্যামেরা বন্দি রাখছেন চে গেভারা! ইতিহাসের বই তন্ন তন্ন করে খুঁজেলেও এমন ছবির দেখা যায় না। কিন্তু আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অর্থাৎ কৃত্রিম মেধা সেই অসাধ্যসাধনই এ বার করে দেখাতে সফল হল (AI Images)। ইতিহাস এবং বাস্তবের এমন ডিজিটাল সংমিশ্রণে সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে (Viral Photos)। 


শীতের মরসুমে কলকাতায় তুষারপাতের ছবি সাড়া ফেলেছিল আগে


শীতের মরসুমে কলকাতায় তুষারপাত হোক বা সমুদ্রসৈকতে বারাক ওমাবা এবং এঞ্জেলা মের্কেলের নিখাদ আড্ডা, এমন বিরল কাল্পনিক মুহূর্ত তুলে ধরে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে কৃত্রিম মেধা প্রযুক্তি। তাতে এ বার যুক্ত হল একাধিক ঐতিহাসিক চরিত্র। সেই তালিকায় যেমন রয়েছেন মহাত্মা গান্ধী, বিআর অম্বেডকর, মাদার টেরিজা, ভ্লাদিমির লেনিনরা, তেমনই রয়েছেন মার্টিন লুথার কিং জুনিয়র, আব্রাহ্যাম লিঙ্কন, অ্যালবার্ট আইনস্টাইন, চে গেভারা , এলভিস প্রিসলি, জোসেফ স্ট্যালিন, মেরিলিন মনরো, বব মার্লেরা।



কৃত্রিম মেধাশিল্পী জিও জন মুল্লুরে এই কাণ্ড ঘটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কিছু ঐতিহাসিক মুহূর্তকে সেলফির আকারে তুলে ধরেছেন তিনি। কৃত্রিম মেধা এবং ফোটোশপের সাহায্য়েই অতীতকে সজীব করে তুলতে পেরেছেন বলে জানিয়েছেন। নিজের এই সৃষ্টিকে 'অতীতের সেলফি' নাম দিয়েছেন তিনি।


আরও পড়ুন: Navratri: জলেও নেভে না, শতাব্দী ধরে অলৌকিকভাবে প্রদীপের শিখা জ্বলছে এই সতীপীঠে!


জন জানিয়েছেন, পুরনো হার্ড ড্রাইভ থেকে কিছু উদ্ধার করতে গিয়ে এই গুপ্তধনের হদিশ পান তিনি। কোনও এক সময়, কোনও এক বন্ধ সেগুলি পাঠিয়েছিলেন তাঁকে। সেগুলিকে প্রাণবন্ত করে তুলতে, সেলফির ধাঁচে ফেলতে কৃত্রিম মেধা সংক্রান্ত সফ্টওয়্যারের সাহায্য নিয়েছেন। ফোটোশপের মাধ্যমে চাপিয়েছেন রংয়ের প্রলেপ।



শিল্পীর কর্মে তাজ্জব গোটা দুনিয়া


অতি-বাস্তব শিল্পকর্মের জন্য় এর আগেও প্রশংসা কুড়িয়েছেন জন। দিকে দিকে ছড়িয়ে পড়েছে তাঁর শিল্পকর্ম। এ বারও তার অন্যথা হয়নি। বহু মানুষ ভালবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। তবে এই প্রথম নয়, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জার্মানির প্রাক্তন চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলকে নিয়ে তৈরি কৃত্রিম মুহূর্তের ছবি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।